সারা দেশ ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের জেরে জেরবার। নারী নিরাপত্তা নিয়ে সরকারকে প্রশ্ন ছুঁড়ে দিচ্ছে এহেন হাজারো ঘটনা। দেশের বিভিন্ন শহরে এমন কাণ্ডে তোলপাড় হয়ে উঠছে। তার মধ্যেই তিলোত্তমাকে নিরাপদের আখ্যা দিলে কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা। শহরে যখনই নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে তখনই দ্রুত পদক্ষেপ নিয়েছে কলকাতা পুলিশ। এ দিন‘ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো’ (এসসিআরবি)-র তথ্য তুলে ধরে ‘ইনফোকম’-এর অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, ‘‘কলকাতা দেশের অন্যান্য শহরের তুলনায় সবচেয়ে নিরাপদ। সেই সঙ্গে অপরাধ রুখতে নজরদারি আরও জোরদার করা হচ্ছে।’’
কমিশনার যে নজরদারির কথা বলেছেন, তার প্রমাণ শুক্রবারই পেয়েছে এই শহর। কলকাতার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে কলকাতার পুলিশের বিশেষ মহিলা বাহিনী ‘উইনার্স’। সঙ্গে ছিল গোয়েন্দা বিভাগের গুন্ডাদমন শাখার আধিকারিকেরাও। ওই রাতে ৭৪ জনকে গ্রেফতার করা হয়। আটক করা হয় ৫১টি বাইকও। এমনকি শহরে যে ক’টি ধর্ষণের অভিযোগ উঠেছে, তার সব ক’টিতেই দ্রুত পদক্ষেপ করে অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। তাই এমন দাবি যুক্তিযুক্ত বলে মনে করছেন সমাজের একাংশ। কলকাতা বুকে এমন ঘটনার হারও কম সেকথাও উঠে এসেছে কমিশনারের কথায়।