নারী সুরক্ষায় ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মেয়ো রোডের এক সভা থেকে গতকাল উত্তরপ্রদেশের উন্নাও-এর ঘটনা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। যেখানে ধর্ষিতাকে পুড়িয়ে মারার চেষ্টা করেছে অভিযুক্তরা। এই ধরনের ঘটনা তাঁকে কষ্ট দেয় বলে জানান মমতা। পাশাপাশি নারীঘটিত যে কোনও অপরাধের ক্ষেত্রে মামলা দ্রুত রফা করার জন্য রাজ্যে যে ব্যবস্থা রয়েছে সেটাও জানান তিনি।
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘উন্নাওয়ের ঘটনাটা আমার নাড়িয়ে দিয়েছে। একটা মেয়ে ৯০ শতাংশ পুড়ে যাওয়া অবস্থায় ১ কিলোমিটার ছুটে গেছে সাহায্যের জন্য, কেউ সাহায্য করেনি। এটা আমায় দুঃখ দেয়। কখনও এক-আধটা ঘটনা ঘটে যায় যেগুলো আমরা সাপোর্ট করি না। বাংলায় ৮৫টা ফাস্ট ট্রাক কোর্ট আমরা চালাই। ৮৫টা ফাস্ট ট্রাক কোর্টের মধ্যে ৪৫টাই এখানে মহিলাদের জন্য রয়েছে। আমাদের পুলিশ অবিলম্বে চার্জশিট দেবে যে মামলাগুলো হবে। কেন্দ্র এক সময় সারা ভারতে টাকা দিয়েছিল। এখন সব বন্ধ করে দিয়েছে।’
এরপরই ধর্ষণের মতো মামলায় পুলিশের দ্রুত পদক্ষেপ নিশ্চিত করতে প্রশাসনের উদ্দেশ্যে কড়া নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘এ ধরনের কেস হলে সঙ্গে সঙ্গে অভিযুক্তকে গ্রেফতার করে চার্জশিট বের করতে হবে ৩ থেকে ১০ দিনের মধ্যে। আর যে এটা করবে না তাঁদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে।’
অন্যদিকে গতকাল মালদায় এক তরুণীর দগ্ধ দেহ উদ্ধার হওয়া নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। সেই ঘটনা নিয়েও এদিন মুখ মন্তব্য ক্রেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘মালদায় হয়েছে একটা ঘটনা। পোস্টমর্টেম রিপোর্ট হাতে পেলে তো বোঝা যাবে কী ঘটনা? আপনারা কী ভাবছেন পুলিশ কাজ করছে না? মনে রাখবেন এটা বিজেপি সরকার নয়। মালদার ঘটনা আদৌ ধর্ষণ কিনা সেটা রিপোর্ট পেলে জানতে পারব। কিন্তু মেয়েটা পুড়ে মারা গেছে এটা সত্যি। আর এর জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার সেটা নেওয়া হয়েছে।’