পুজোর আগে পরীক্ষামূলক কাজের জন্য ৩ দিন বন্ধ ছিল সেতু। এবার ফের হবে স্বাস্থ্য পরীক্ষা। তাই আজ গোটা দিন বন্ধ রাখা হচ্ছে উল্টোডাঙা উড়ালপুল। এই নির্দেশিকা আগেই জানিয়েছে কলকাতা মেট্রোপলিটান ডেভেলপমেন্ট অথরিটির (কেএমডিএ)। এদিন এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত যান চলাচল বন্ধ রাখা হবে। সূত্রের খবর, উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষার অঙ্গ হিসেবে বিবিডি (বেঙ্কেলম্যান বিম ডিফ্লেক্সন) টেস্ট হবে। এর মাধ্যমে ডেক স্ল্যাব ও কংক্রিটের মধ্যে ভাইব্রেশন খতিয়ে দেখা হবে। দিল্লীর আইটিএল কোটেক্স সমীক্ষক সংস্থা বিবিডি টেস্টটি করবে।
রবিবার সারাদিন উড়ালপুলের দু’টি লেনেই যান চলাচল বন্ধ থাকায় গাড়িগুলিকে উল্টোডাঙার হাডকো মোড় দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। উত্তর কলকাতার অন্যতম ব্যস্ত সংযোগকারী সেতু বন্ধ রাখার পাশাপাশি এই বিকল্প রুট জানিয়ে দেওয়া হয় খোদ কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। ইএম বাইপাস থেকে আসা গাড়ি হাডকো-দুর্গাপুর-লেক টাউনের দিকের পথ নেবে। অন্যদিকে, ইএম বাইপাসের গাড়িদের ধরতে হবে নবনির্মিত বেইলি ব্রিজ।
উল্লেখ্য, ২০১৩ সালের ৩ মার্চ গভীর রাতে এই উড়ালপুলের একটি স্ল্যাব ভেঙে পড়ে গিয়েছিল। তখনই বিশেষজ্ঞরা বলেছিলেন, উড়ালপুলটির টার্নিং পয়েন্টে ব্যালেন্সের সমস্যা আছে। এরপরই কেএমডিএ কর্তৃপক্ষ উড়ালপুলটির পুরো স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত নেয়। দিল্লীর আইটিএল কোটেক্স সংস্থার বিশেষজ্ঞদের স্বাস্থ্য পরীক্ষার সময় ব্রিজটিতে ত্রুটি ধরা পড়ে। এইজন্য ফের স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছে কেএমডিএ। যাতে ভবিষ্যতে কোনও ত্রুটি ধরা না পড়ে।