৩ বিধানসভায় মুখ থুবড়ে পড়ে এমনিতেই পায়ের তলার মাটি টলমল করছে গেরুয়া শিবিরের। তারওপরে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে নাভিশ্বাস উঠছে বিজেপির। বারেবারে সামনে চলে আসা এই দলীয় কোন্দল প্রমাণ করছে বিজেপির অন্দরমহল ঠিক কতটা টলমল। গতকাল মণ্ডল গঠন নিয়ে জেলা সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছিলেন দলেরই কর্মীরা। এবার মণ্ডল গঠন ঘিরে গোবরডাঙাতেও ঘটল এই একই ঘটনা।
উত্তর ২৪ পরগণা জেলা বিজেপি নেতৃত্ব গোবরডাঙা শহরে নতুন মণ্ডল সভাপতি হিসাবে আশিস বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করতেই ক্ষিপ্ত হয়ে উঠেছে দলের একাংশ। নতুন মণ্ডল সভাপতি-সহ জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন দলেরই একাংশ। প্রতিবাদ স্বরুপ কার্যালয়ের বিরুদ্ধে বিক্ষোভ দেখান কর্মীরা।
ক্ষুব্ধ এক গেরুয়া কর্মী দীপঙ্কর হাওলাদার অভিযোগ করেন, আশিস বন্দ্যোপাধ্যায় নানা সামাজিক কার্যকলাপের বিরুদ্ধে যুক্ত এমন অভিযোগ বহুদিনের। শুধু তাই নয়, সমাজবিরোধীদের নিয়ে ঘুরে বেড়ান তিনি এমন কথাও বলেন তাঁরা। সব মিলিয়ে ঘর এবং বার, দুই জায়গাতেই সঙ্গীন অবস্থা বিজেপির।