বার্সেলোনা শুধুমাত্র একটি ক্লাব নয়। বহু পথ অতিক্রান্ত করে এই ক্লাব হয়ে উঠেছে স্বাধীনতাকামী মানুষের স্বপ্ন। চির-প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ যেখানে ধনীদের প্রতিনিধিত্ব করে সেখানে বার্সেলোনা যেন হয়ে ওঠেছে আপামর সাধারণ মানুষের স্বপ্নের ক্লাব। ১৮৯৯ সালের ২৯ নভেম্বর, ঠিক আজকের দিনেই স্পেনের কাতালোনিয়ায় হুয়ান গাম্পারের হাত ধরে জন্ম নিয়েছিল এই ক্লাব। সেই হিসাবে আজ ১২০ তম বছরে পা দিল বহু নামিদামী খেলোয়াড় ও দেশবিদেশে ছড়িয়ে থাকা বহু সমর্থকের স্বপ্নের এই ক্লাব।
বর্তমানে বিশ্বের দ্বিতীয় ধনী ফুটবল ক্লাব এবং চতুর্থ ধনী স্পোর্টস ক্লাব বার্সেলোনা। এখনও পর্যন্ত ৭৪টি খেতাবের মালিক তারা। যার মধ্যে রয়েছে ২৬টি লা লিগা, ৩০টি কোপা দেল রে, ১৩টি সুপারকোপা দে এস্পানা, ৩টি কোপা এভা দুয়ার্তে ও ২টি কোপা দে লা লিগা। ইউরোপের ফুটবল জগতেও ২০টি শিরোপা জিতেছে বার্সা। পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পাশাপাশি ৪বার উইনার্স কাপ রয়েছে তাদের ট্রফি ক্যাবিনেটে। যুগ্মভাবে রেকর্ড ৫টি উয়েফা সুপার কাপ, ৩টি ইন্টার-সিটিস ফেয়ার্স কাপ এবং ৩টি ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেছে বার্সেলোনা।
একসময়ে দিয়েগো মারাদোনা, রোমারিও, প্যাট্রিক ক্লুইভার্ট, রোনাল্ডো, রিভাল্ডো, লুইস ফিগো, পেপ গুয়ার্দিওলা, স্যামুয়েল এটো, ডেকো, নেইমারদের মতো তারকারা খেলে গিয়েছেন এই ক্লাবে। এছাড়াও যোহান ক্রুয়েফ, হিস্ট্রো স্টইচকভ, কার্লোস পুওল, জাভি হার্নান্দেজ, আন্দ্রে ইনিয়েস্তা, রোনাল্ডিনহো, লিওনেল মেসির মতো আরও অনেক তারকার আঁতুড়ঘর বলা হয় এই বার্সেলোনাকে।