বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ শেষে হওয়ার পর ফের আইএসএলে নিজেদের দলে ফিরেছেন সুনীল ছেত্রী-গুরপ্রীত সিংহরা। দেশের হয়ে পরপর চারটি ম্যাচে ব্যর্থ হয়েছেন ক্যাপ্টেন। যা নিয়ে কানাঘুষো সমালোচনাও শুরু হয়েছিল। কিন্তু ক্লাব ফুটবলে ফিরেই ফের গোল করে তাক লাগিয়ে দিলেন সুনীল। বিরতির পর তাঁর করা একটিমাত্র গোলেই আইএসএলের দক্ষিণ ডার্বিতে জিতল বেঙ্গালুরু এফসি।
বিরতি অবধি খেলা গোলশূন্যই ছিল। দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার মিনিটখানেকের মধ্যেই দিমাস দেলগাদোর কর্নার থেকে গোলটি করেন সুনীল। বক্সের বাইরে থেকে দৌড়ে এসে তাঁর হেডে করা গোলের সৌজন্যে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এল বেঙ্গালুরু।
এবারের আইএসএলে সুনীল-উদান্তদের শুরুটা একেবারেই আশাব্যঞ্জক হয়নি। পরপর তিনটি ম্যাচ ড্র করায় বেশ চাপে পড়ে গিয়েছিল কার্লোস কুদ্রাতের দল। তবে ভারতের হয়ে খেলতে যাওয়ার আগেই লড়াইয়ে ফেরেন সুনীলরা। দেশের হয়ে বিশেষ কিছু করতে না পারলেও ফিরে এসে ক্লাবকে জয়ের মুখ দেখালেন তাঁরা।
অন্যদিকে কেরল দলে চোট সমস্যা ছিল। তা স্বত্ত্বেও এলকো সাতোরির দল যথেষ্ট লড়াই করেছে। বেশ কয়েকবার গোলের সুযোগও তৈরি করেছিলেন বার্থোলোমিউ ওগবাচেরা। কিন্তু সুযোগগুলিকে গোলে পরিণত করতে পারেনি তাঁরা। শেষ অবধি সুনীলের করা একটিমাত্র গোলেই জয়ের স্বাদ পায় বেঙ্গালুরু।