পুজোর আগেই জিওর তরফ থেকে জানানো হয়েছিল, অন্যান্য সংস্থার নম্বরে ফোন করতে গেলে এবার আলাদা টাকা লাগবে জিও গ্রাহকদের। এবার জিও মালিকমুকেশ আম্বানি গতকাল সাফ জানিয়ে দিলেন, মোবাইল থেকে ফোন কল এবং ডেটা ব্যবহারের খরচ বাড়ানো হবে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই। ডিসেম্বর থেকেই মোবাইলে ফোন কল এবং ইন্টারনেটের খরচ বাড়ানোর ঘোষণা করেছে ভারতী এয়ারটেল এবং ভোডাফোনও। ঠিক তার পরের দিনই বিবৃতি দিয়ে জিও জানিয়ে দিল, তাদের খরচও বাড়তে চলেছে।
জিও-র তরফে বলা হয়েছে, টেলিকম রেগুলেটরি সংস্থা ট্রাই শুল্ক নিয়ে আলোচনা শুরু করতে চলেছে। একটি বিবৃতিতে তাঁরা জানিয়েছে, ‘অন্যান্য অপারেটরদের মতোই, আমরাও সরকারের সঙ্গেই কাজ করি এবং ভারতীয় গ্রাহকদের সুবিধার্থে নিয়ন্ত্রকের নিয়মাবলী মেনে চলি, এবং পদক্ষেপ গ্রহণ করি, তার মধ্যেই রয়েছে, আগামী কয়েক সপ্তাহে শুল্ক বাড়ানো, এমনভাবে তা করা হবে, যাতে ডেটা ব্যবহারে খারাপ প্রভাব না পড়ে। আমরা গ্রাহকদের সুবিধা দেখেই তাঁদের খরচ বাড়াবো।’
ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টের নির্দেশের পর দেশের বিভিন্ন বেসরকারি টেলিকম সংস্থার কাছে নোটিস পাঠিয়ে স্পেক্ট্রাম ও অন্যান্য খাতে বকেয়া অর্থ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। তবে সরকারের কাছে দেশের টেলিকম সংস্থাগুলি কিছুটা সময় চায় এই বিষয়ে। সেলুলার অপারেটর্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার তরফে বলা হয়েছে, যাতে অন্তত তিন বছরের মোরেটরিয়াম পিরিয়ড এবং কিছুটা অতিরিক্ত সময় দেওয়া হয় টেলিকম সংস্থাগুলিকে ওই বকেয়া অর্থ জমা দেওয়ার জন্য। তবে আপাতত নিজেদের লাভ বাড়াতে পরিকাঠামো উন্নয়নের দোহাই দিয়ে রিজার্জ প্ল্যানগুলির দাম বাড়াতে চলেছে এয়ারটেল, ভোডাফন আইডিয়ার মতো সংস্থাগুলি। এবার সেই তালিকাভুক্তই হতে চলেছে মুকেশ আম্বানির জিও।