রবিবারই তাঁকে তুলে নেওয়া নিয়ে জোর বিতর্ক। তাঁর নাকি হাঁটুতে ‘নক’ ছিল, তাই আগে তুলে নিয়েছিলেন জুভেন্তাস কোচ মাউরিজিও সারি। রোনাল্ডো রাগে মাঠ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন ম্যাচ শেষ হওয়ার মিনিট তিনেক আগে। সেই রাতেই তুরিন ছেড়ে পর্তুগাল চলে যান তিনি। কিন্তু তিনি রোনাল্ডো, হার মানা তাঁর ধাতে নেই। তাই তিনি মাঠে নামলেন এবং দাপুটে গোলও করলেন।
ঘরের মাঠে লিথুয়ানিয়ার বিরুদ্ধে ইউরো কোয়ালিফায়ারে করে ফেললেন হ্যাটট্রিক। তাঁর টিম জিতল হাফ ডজন গোলে। আবার কিছু রেকর্ডে নাম লেখালেন সিআর সেভেন। চলে এলেন বেশ কিছু রেকর্ডের খুব কাছে।
ক’দিন আগেই লিওনেল মেসি তাঁর কেরিয়ারের ৫২তম হ্যাটট্রিক করেছিলেন। রোনাল্ডো যেন তার জবাব দিলেন কেরিয়ারের ৫৫তম হ্যাটট্রিক করে। তার থেকেও বড় আন্তর্জাতিক ম্যাচে ৯ নম্বর হ্যাটট্রিক হল রোনাল্ডোর। এই রেকর্ড ফুটবল ইতিহাসে কারও নেই। দেশের হয়ে ৯৮ গোলে পৌঁছে গেলেন। ইতিহাসে মাত্র দ্বিতীয় ব্যক্তি হিসেবে সেঞ্চুরি গোলে পৌঁছতে আর দরকার মাত্র দুটি গোল। আন্তর্জাতিক গোলের তালিকায় তাঁর আগে শুধু ইরানের আলি দায়ি, যিনি ১০৯টি গোল করে বিশ্বরেকর্ডের মালিক। সব মিলিয়ে রোনাল্দোর সামনে এখন অনেক রেকর্ডের হাতছানি।
এই গোলের মাধ্যমে তিনি যেন জবাব দিলেন জুভেন্টাস ম্যানেজার মাউরিসিয়ো সাররি-র উপেক্ষারও। পর্তুগালের হয়ে বাকি গোলগুলি করেন লুইস মিগুয়েল আফোন্সো ফের্নান্দেস (পিজ্জি), গন্সালো পাসিয়েনিকা ও বের্নার্দো সিলভা। তবে দুরন্ত জয়ের রাতেও অস্বস্তি থেকে গিয়েছে পর্তুগাল শিবিরে। ৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে ইউক্রেন। সমসংখ্যক ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রোনাল্ডোরা। তৃতীয় স্থানে থাকা সার্বিয়ার পয়েন্ট ৭ ম্যাচে ১৩। মূল পর্বে খেলা নিশ্চিত করতে হলে পরের ম্যাচে লুক্সেমবুর্গের বিরুদ্ধে জিততেই হবে পর্তুগালকে।
সিআর সেভেনকে এই ফর্মে পেয়ে বেশ খুশি পর্তুগিজ কোচ ফের্নান্দো সান্তোস। তাঁর কথায়, ‘রোনাল্ডো ভালোই আছে। ওকে নিয়ে আমার একেবারেই সংশয় তৈরি হয়নি। সেটা আমি ম্যাচের আগেই বলেছিলাম। অন্য লোকেরা ওর ফিটনেস নিয়ে সংশয়ে ছিল। আমি ছিলাম না।’ ম্যাচের ৬৫ মিনিটে রোনাল্ডোর হ্যাটট্রিক সম্পূর্ণ হলেও পর্তুগিজ তারকাকে ৮৩ মিনিট পর্যন্ত মাঠে রেখেছিলেন সান্তোস। ফিটনেস নিয়ে যাবতীয় জল্পনার ইতি এই ম্যাচেই।
শুধু সান্তোস নয়, সতীর্থরাও রোনাল্ডোর প্রশংসায় পঞ্চমুখ। মিডফিল্ডার ব্রুনো ফের্নান্দেস যেমন বলেই দিয়েছেন, ‘আমরা যাকে পেয়েছি, সে খুব দৃঢ়প্রতিজ্ঞ রোনাল্ডো। যে সব সময় নিজের সেরাটা মাঠে দেয়। ও আজ তিনটে গোল করল। এটা ওর কাছে খুবই স্বাভাবিক।’