রাজধানীর মূল সমস্যা হল হল দূষণ। এর আগেও একাধিকবার এই একই সমস্যায় পড়তে হয়েছে সকলে। বর্তমানে আবারও একবার দিল্লীর বায়ুদূষণ শীর্ষে উঠে এসেছে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছিল, বৃষ্টি হলে দূষণের মাত্রা কমে যাবে অনেকটাই। কিন্তু শনিবার বিকালে একদফা বৃষ্টির পরও রাজধানী দিল্লীর পরিস্থিতি বদলায়নি এতটুকু। বরং আরও গাঢ় হয়েছে ধোঁয়াশা। দিল্লীর পরিবেশ নিয়ে উদ্বিগ্ন সবাই। রাজধানীর কোনও কোনও জায়গায় এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই ১৬০০ ছুঁয়েছে। এরকম এক অবস্থায় তাজ্জব করার মতো কথা বললেন আদিত্যনাথ মন্ত্রিসভার এক সদস্য।
উত্তরপ্রদেশের মন্ত্রী সুনীল ভারালা রবিবার বলেন, ‘নাড়া পোড়ানোর ফলে দূষণ হচ্ছে বলে দাবি করা হচ্ছে। চাষিরা এভাবেই নাড়া পুড়িয়ে আসছে বহু বছর ধরে। এটাই প্রথা। এনিয়ে প্রশ্ন তোলা অবান্তর। বরং সরকারের উচিত ইন্দ্রদেবকে তুষ্ট করার জন্য যজ্ঞ করা। তিনিই সবকিছু ঠিক করে দেবেন।’
উল্লেখ্য, পাঞ্জাব ও হরিয়ানায় চাষিরা নাড়া পোড়ানো বন্ধ করেননি। সেই ধোঁয়া উড়ে আসছে রাজধানীতে। এনিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন খোদ কেজরিওয়াল। তবে তাতে নাড়া পোড়ানো বন্ধ হয়নি। বরং তাকে সমর্থন করছেন সুনীল ভারালার মতো রাজনীতিবিদ।