একের পর এক নয়া কৃতিত্বের পালক যুক্ত হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার মুকুটে। গবেষণার ক্ষেত্রে বিশ্বের সেরা ৫০ ইনস্টিটিউটের মধ্যে জায়গা করে নিল কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ। সেরার সেরা এই তালিকায় দেশের আরও পাঁচটি ইনস্টিটিউট জায়গা করে নিয়েছে দেশের আরও ৫টি ইনস্টিটিউট।
কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ-এর তরফে জানানো হয়েছে, এই কৃতিত্বের পুরোটাই গবেষকদের প্রাপ্য। সেইসঙ্গে চারটি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ এই তালিকায় থাকায় তারা খুবই খুশি।
ভারতের যে ইনস্টিটিউটগুলি এই তালিকায় জায়গা করে নিয়েছে সেগুলি হল, মুম্বইয়ের হোমি ভাবা ন্যাশনাল ইনস্টিটিউট, পুনে, ভোপাল ও দিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ ও বেঙ্গালুরুর জওহরলাল নেহরু সেন্টার ফর অ্যাডভান্সড সায়েন্টিফিক রিসার্চ। এদের মধ্যে দেশের প্রথম ও বিশ্বজুড়ে ১৬ নম্বরে রয়েছে হোমি ভাবা ন্যাশনাল ইনস্টিটিউট।
নেচার রিসার্চ গ্রুপ তাদের জার্নালে এই তালিকা প্রকাশ করেছে। এই গ্রুপ প্রতি বছরই এই তালিকা প্রকাশ করে থাকে। এই তালিকা ঠিক করা হয় নেচার ইনডেক্স র্যাঙ্কিংয়ের উপর ভিত্তি করে। এই নেচার ইনডেক্স র্যাঙ্কিং নিরভরশীল বেশ কিছু বিষয়ের উপর। তার মধ্যে অন্যতম হল প্রকাশিত জার্নালের সংখ্যা। কতজন মিলে সসেই জার্নাল লিখেছেন তার উপর নির্ভর করে ‘ফ্র্যাকশনাল কাউন্ট’ করা হয়। এই সব পেরিমিটারের উপর ভিত্তি করেই তালিকা প্রস্তুত করা হয়। যেসব ইনস্টিটিউট ১৯৬৯ সালের পরে তৈরি হয়েছে তাদেরই নাম থাকে এই তালিকায়।