প্রায় এক দশক হয়ে গিয়েছে তিনি আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন। তবু তাঁর জনপ্রিয়তা এখনও এতটুকুও কমেনি। তিনি বোর্ড প্রেসিডেন্ট তথা প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। বুধবার বেঙ্গালুরুতে এনসিএ প্রধান রাহুল দ্রাবিড়ের সঙ্গে বৈঠক করে ফেরার পথে বিমানবন্দরে ভক্তকূলের আবদারে সকলের সঙ্গে সেলফি তুললেন সৌরভ। সেই ছবি আবার পোস্টও করেছেন নিজের সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ভক্তদের সঙ্গে মহারাজের সেই ছবি।
এদিন বেঙ্গালুরু থেকে ফিরছিলেন তিনি। তখনই বিমানবন্দরে চেক ইন পয়েন্ট দাঁড়িয়ে থাকা ভক্তেরা তাঁকে ঘিরে ধরে। শেষ অবধি সবার আবদার মিটিয়ে বিশাল ভিড়ের সামনে দাঁড়িয়ে সেলফি তোলেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। টুইটারে সেই ছবি পোস্ট করে সৌরভ লিখেছেন, “ব্যাঙ্গালোর এয়ারপোর্টে চেক ইনের সময়… মানুষের ভালবাসা ও কৃতজ্ঞতা।”
বোর্ড প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন সবে এক সপ্তাহ পেরিয়েছে। ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেটকে নতুন দিশা দেখাতে শুরু করে দিয়েছেন সৌরভ। প্রথম শ্রেণির ক্রিকেটারদের বেতন বৃদ্ধি থেকে দেশের মাটিতে দিন-রাতের টেস্ট আয়োজনের সিলমোহর। প্রশাসক সৌরভ যেন পুরোনো ঢঙেই ব্যাট করছেন। এরই মাঝে ভারতীয় ক্রিকেটের রোডম্যাপ ঠিক করতে বুধবার বেঙ্গালুরুতে এনসিএ প্রধান রাহুল দ্রাবিড়ের সঙ্গে বৈঠক করেন বোর্ড প্রেসিডেন্ট। এনসিএর পরিকাঠামো উন্নয়ন বিষয়েও এদিন দীর্ঘক্ষণ বৈঠক হয় সৌরভ-রাহুলের।