ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রীত্ব ৫০-৫০ ভাগ হবে। এমনটাই দাবি ছিল শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের। ভোটে জেতার পর সেই নিয়েই কথা শুরু হয়েছিল। বিজেপির ওপর প্রথম থেকেই ক্রমাগত চাপ সৃষ্টি করছে শিবসেনা। যার ফলে মহারাষ্ট্রে ক্ষমতা ভাগাভাগি নিয়ে বিজেপি এবং শিবসেনার মধ্যে দড়ি টানাটানি অব্যহত। ৫০-৫০ ফরমুলায় রাজ্যে সরকার গঠনের দাবিতে এখনও অনড় শিবসেনা। এই পরিস্থিতিতে পদ্ম শিবিরকে আরও একবার হুঁশিয়ারি দিলেন দলের নেতা সঞ্জয় রাউত। রাজ্যে ক্ষমতার রিমোট কন্ট্রোল যে তাঁদের হাতে, সে কথা বিজেপিকে মনে করিয়ে দিয়েছেন ‘মাতুশ্রী’র অন্যন্ত ঘনিষ্ঠ এই নেতা।
অর্থাৎ, আধাআধি মেয়াদে মুখ্যমন্ত্রীত্বের দাবি থেকে তাঁরা যে সরছে না, তা বুঝিয়ে দিয়েছেন শিবসেনানেতৃত্ব। শিবসেনার মুখপত্র ‘সামনা’তে রাউত বলেন, ‘এই নির্বাচনে গতবারের থেকে কম আসন পেয়েছে শিবসেনা। তবুও ক্ষমতার রিমোট কন্ট্রোল আছে। বিজেপি আগে থাকবে এবং শিবসেনা পিছনে থাকবে এমন স্বপ্ন দেখে থাকলে ভুল হবে। নির্বাচনের ফল থেকেই তা স্পষ্ট।’ ৫০-৫০ ফরমুলা সরকার গঠন নিয়ে বিজেপির থেকে লিখিত মুচলেকাও চেয়েছে শিবসেনা। এই শর্ত মানা হলে মহারাষ্ট্রের মন্ত্রিসভায় বিজেপি ও শিবসেনার সমান প্রতিনিধিত্ব থাকবে। দুই দলই আড়াই বছর করে মুখ্যমন্ত্রীর আসনে থাকবে।