ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর(এনসিআরবি) রিপোর্টে ফের চাঞ্চল্যকর তথ্য উঠে এলো। মহিলাদের জন্য সবচেয়ে অসুরক্ষিত পুনের শেল্টার হোম বলে রিপোর্টে প্রকাশ করা হয়েছে। সেখানে যৌন হেনস্থা এবং নানারকম নির্যাতন হয়ে থাকে বলে উল্লেখ করা হয়েছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর দেওয়া তথ্যে অনুযায়ী, পুনের ঠিক পরেই রয়েছে মুম্বইয়ের নাম। তবে রাজ্যের নিরিখে সেই যোগীর রাজ্য শীর্ষস্থান দখল করে রেখেছে। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের নাম সেই তালিকায় নেই। এখান থেকেই প্রমাণ হয় বাংলার আইনশৃঙ্খলা সঠিক পথেই চলছে।
এনসিআরবি’র রিপোর্ট থেকে জানা গিয়েছে, ২০১৭ সালে পুনের শেল্টার হোমে ২৬টি যৌন হেনস্থার ঘটনা ঘটেছে। মুম্বইয়ের হোমে এমন ঘটনা ঘটেছে ২৪টি। এই প্রথম এনসিআরবি বিভিন্ন জায়গায় যৌন হেনস্থার ঘটনা পৃথক পৃথকভাবে উল্লেখ করেছে। এই রিপোর্টে রয়েছে কর্মক্ষেত্রে, যানবাহনে, শেল্টার হোম–সহ অন্যান্য জায়গায় যৌন হেনস্থার খতিয়ান।
এই রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, সবচেয়ে বেশি যৌন হেনস্থার মামলার হয়েছে দিল্লিতে (৬১৩)। তার পরেই আছে বাণিজ্যনগরী মুম্বইতে। ২০১৭ সালে আগের বছরের (৬৭২) থেকে কমে মুম্বইয়ে যৌন হেনস্থার মামলা হয়েছে ৩৯১টি। এই ক্ষেত্রে রাজ্য হিসেবে সবার উপরে রয়েছে উত্তরপ্রদেশ (৫,৮৩০)। তারপর মধ্যপ্রদেশ (২,৯৮৫) এবং শেষে মহারাষ্ট্র (২,৯১০)। কর্মক্ষেত্রে যৌন হেনস্থায় শীর্ষে রয়েছে দিল্লি (২৫)। তারপর এক এক করে আসছে হায়দরাবাদ (২৪), পুনে (১৪), মুম্বই (১২) এবং বেঙ্গালুরুর (৭) নাম।