ভোটের আগে যা ঠিক হয়েছিল, ভোটের পর এবার তেমনটাই করতে চলেছে মহারাষ্ট্রে বিজেপির শরিক শিবসেনা। ‘পাঁচ বছরের সরকারকে আড়াই বছর করে ভাগ করব, কোনও ছাড়াছাড়ির প্রশ্ন নেই। ভোটের আগে যা সমঝোতা হয়েছিল, বিজেপি যেন তা মাথায় রাখে। দরকারে দিল্লীর বিজেপি নেতৃত্বের সঙ্গে কথা বলব’। বৃহস্পতিবার বিকেলে মুম্বইয়ে দলীয় সদর দফতরে বসে এই ভাষাতেই কড়া বার্তা দিলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে।
তিনি বললেন, ‘ভোটের আগেই ৫০–৫০ অনুপাতে সরকার ভাগাভাগির সমঝোতা হয়েছিল। যার অর্থ প্রতি দল থেকে আড়াই বছর করে একজন মুখ্যমন্ত্রী থাকবেন। সেই মতো আলোচনা হবে তারপরই ঠিক হবে কে মুখ্যমন্ত্রী হবেন।’ তবে বিজেপির সঙ্গে জোট ভাঙার কোনও ইচ্ছা তাঁদের নেই বলেও এদিন জানিয়েছেন, উদ্ধব।
এবারই প্রথমবার উদ্ধবের ছেলে আদিত্য ঠাকরে মুখ্যমন্ত্রী পদে লড়ে জিতেছেন। ওরলি কেন্দ্রে ছেলের জয়ে আপ্লুত উদ্ধব বললেন, ‘ওর বাবা হিসেবে আমি গর্বিত। মানুষ যে ওকে এতো ভালোবাসা দিয়েছেন, সেজন্য আমি খুশি।’ বিপুল মার্জিনে জেতার জন্য ভোটারদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আদিত্য ঠাকরেও। তাঁদের প্রিয় বালাসাহেবের নাতিকে মুখ্যমন্ত্রীর গদিতে বসাতে উৎসুক শিবসেনা কর্মী, সমর্থকরাও।