নদীয়ার করিমপুর বিধানসভার উপনির্বাচনের দিনক্ষণ এখনও অবধি ঘোষণা করেনি নির্বাচন কমিশন। কিন্তু গান্ধী সংকল্প যাত্রাকে সামনে রেখে শনিবার করিমপুরে উপনির্বাচনের প্রচার শুরু করে দিল বিজেপি। মহিষবাথান বাজার এলাকায় এক জনসভায় ফের এনআরসি ইস্যু তুলে ধরলেন বিজেপি নেতারা।
বাংলায় বিজেপি ক্ষমতায় এলে এনআরসি যে হবেই, তা ফের সাফ জানিয়ে দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। একইসঙ্গে তিনি আশ্বাস দিলেন, এনআরসি হলে হিন্দুদের আশঙ্কার কোনও কারণ নেই। একজন হিন্দুকেও দেশের বাইরে যেতে হবে না।
পুজোর ঠিক আগে বাংলায় এসে এনআরসি ইস্যুকে তুঙ্গে তুলে দিয়ে গিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। নেতাজি ইন্ডোরের এক সভায় শাহ বলেছিলেন, বাংলায় এনআরসি হবেই। কোনও অনুপ্রবেশকারীকে থাকতে দেওয়া হবে না। পাশাপাশি কোনও শরণার্থীকে দেশ ছাড়তে হবে না। এজন্য আগে নাগরিকত্ব সংশোধন বিল চালু করা হবে। এদিন শাহর সুরেই তাল মিলিয়ে এনআরসির পক্ষে সওয়াল করেছেন কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়রা।