প্রকাশ্যে দাপট দেখালেও গেরুয়া শিবিরের গোষ্ঠী দ্বন্দ্বের কথা শোনা যায় প্রায়শই। এবার তা আরও প্রকট হল। সংকল্প যাত্রার শেষে দলেরই কিছু কর্মী মারধর করলেন দুই বিজেপি কর্মীকে। ঘটনার খবর চাউর হতেই অস্বস্তিতে বিজেপি।
আহত ২ গেরুয়া কর্মীর নাম পলাশ সিংহ এবং শুভঙ্কর প্রামাণিক। তাঁরা জানিয়েছেন, “ সংকল্প যাত্রা শেষে আমরা বাড়ি ফিরছিলাম। এমন সময় গ্রামের রেল গেটের কাছে বিজেপি কর্মী বিশ্বজিৎ বিশ্বাসের নেতৃত্বে আমাদের ঘিরে ধরে দলেরই কিছু লোক। আচমকাই মারধর শুরু হয়। আমাদের চিৎকার শুনে এলাকার বাসিন্দা আমাদের উদ্ধার করেন”। যদিও জনসমক্ষে নিজেদের ভাবমূর্তি স্বচ্ছ রাখতে বিশ্বজিৎ তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন।
বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব নতুন কিছু নয়। বুধবারেও রানাঘাটে রানাঘাট দক্ষিণের বিজেপি সভাপতি হেনস্থা হয়েছেন দলেরই দুই নেতার হাতে। বুধবার রানাঘাটে বিজেপির সভায় কয়েকজন কর্মী এবং নেতার মধ্যে বাকবিতণ্ডা হয়। যা আরও বেড়ে যায় বিজেপি নেতা রাখাল সাহা ও রাকেশ সাহার নেতৃত্বে। সভা শেষে বেরিয়ে আসার সময় সভাপতি মানবেন্দ্রকে ধরে টানাটানি করতে থাকেন ওই দুই নেতা। তাকে শারীরিক হেনস্থাও করা হয়।
দিনকয়েক আগে দক্ষিণ দিনাজপুরে দলীয় কর্মীদের রোষের মুখে পড়েছিলেন বিজেপি সভাপতি। তাঁর বিরুদ্ধে গণ ডেপুটেশন জমা দিয়েছিলেন দলেরই কর্মীরা। তাই একথা বেশ স্পষ্ট বাইরে যতই ব্যর্থ আস্ফালন দেখাক গেরুয়া শিবির, অন্দরমহল কিন্তু টলোমলো।