হার্টের অসুখ। অস্ত্রোপচারের টাকা তুলতে পারছেন না। ফলে একপ্রকার বিনা চিকিৎসায় মৃত্যু হল পিএমসি ব্যাঙ্কের গ্রাহক ৮৩ বছরের মুরলীধর ধারার। সকালে মুম্বইয়ের মালাডে নিজের বাড়িতে মৃত্যু হয় ওই প্রৌঢ়ের। ব্যাঙ্কের আর্থিক কেলেঙ্কারি সামনে আসার পর এই নিয়ে চতুর্থ গ্রাহকের মৃত্যু হল।
মৃত পরিবারের বক্তব্য, বেশ কিছুদিন ধরেই হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলে মুরলীধর। তাঁর একটি জটিল অস্ত্রোপচারের প্রয়োজন ছিল। পিএমসি ব্যাঙ্কে ৮০ লক্ষ টাকা থাকা সত্ত্বেও তা তোলা যায়নি। পিএমসি কাণ্ডের জেরে সমবায় ব্যাঙ্কটি থেকে টাকা তোলার উপরে কিছু বিধিনিষেধ চাপিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। এখন কোনও গ্রাহকই ৪০,০০০ টাকার বেশি তুলতে পারছেন না।
তবে তাৎপর্যপূর্ণ ব্যাপার হল, আমানত প্রত্যাহারের শর্তের মধ্যেই ব্যতিক্রম হিসেবে চিকিৎসার প্রয়োজনীয়তার বিষয়টি রয়েছে। মৃতের পরিবার ওই ব্যাপারে আবেদন করেছিলেন কি না, অথবা করলেও কেন তহবিল তোলা গেল না, সে বিষয়ে কিছু জানা যায়নি। এর আগে গত মঙ্গলবার মারা গিয়েছিলেন ওই ব্যাঙ্কেরই গ্রাহক ৫১ বছর বয়সি সুমিত গুলাটি।