ভারতের বক্সিংয়ে আজ সুখ-দুঃখের খেলা। একদিকে যখন বিশ্ব মঞ্চে হারলেন মেরি কম। তখনই সোনার স্বপ্ন জাগালেন মঞ্জু রানি। থাইল্যান্ডের চুথামত রক্ষতকে ৪-১ হারিয়ে ফাইনালে রুপো নিশ্চিত করলেন তিনি। মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ৪৮ কেজি বিভাগে উত্তর কোরিয়ার কিম ইয়াং মিকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গিয়েছিলেন মঞ্জু রানি।
অন্যদিকে ৫১ কেজি বিভাগে সেমিফাইনালে হেরে গিয়েছেন মেরি কম। আদতে মঞ্জু হরিয়ানার মেয়ে হলেও খেলছেন পঞ্জাবের হয়ে। মঞ্জুর কথায়, হরিয়ানার হয়ে খেললে আমি জানতাম কোনও মেডেল আনতে পারব না। এখান থেকেই আমার বিশ্বকাপের প্রস্তুতি শুরু। তবে তাঁর নজর এখন ফাইনালের দিকে। তাইওয়ানের সিয়ো-ওয়েন-হুয়াংয়ের বিরুদ্ধে ফাইনালে খেলবেন তিনি।