জম্মু-কাশ্মীরে নিরাপত্তা নিয়ে কড়াকড়ির বিরুদ্ধে একটি আবেদনের ওপরে শুনানি হওয়ার কথা ছিল সোমবার। কিন্তু সেই শুনানি পিছিয়ে গেল। শীর্ষ আদালত এদিন জানিয়ে দিল, সাংবিধানিক বেঞ্চের সামনে ওই শুনানি হবে মঙ্গলবার। কারণ হিসাবে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেছেন, ‘সব বিষয় শোনার মতো সময় আমাদের হাতে নেই। প্রতিদিনই এখন অযোধ্যা মামলার শুনানি চলছে’।
প্রধান বিচারপতি বলেন, আমাদের অতগুলি বিষয় শোনার মতো সময় নেই। আমাদের অযোধ্যা মামলা শুনতে হচ্ছে। বিচারপতি এন ভি রামানার নেতৃত্বে পাঁচ সদস্যের এক বেঞ্চ কাশ্মীর নিয়ে আবেদন শুনবেন মঙ্গলবার। ওই আবেদনে বলা হয়েছে, জম্মু-কাশ্মীরে এখন সাংবাদিকদের চলাফেরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নাবালকদেরও বেআইনিভাবে আটকে রাখা হচ্ছে।
রাজ্যসভার সদস্য ভাইকো সুপ্রিম কোর্টে পিটিশন দিয়ে বলেছিলেন, জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাকে আদালতে হাজির করানো হোক। ফারুককে যেভাবে জননিরাপত্তা আইনে আটকে রাখা হয়েছে, তার বিরুদ্ধেও আবেদন করেছিলেন ভাইকো। সেই পিটিশনের ওপরেও শুনানি হবে মঙ্গলবার।
গত ৫ অগস্ট থেকে আটকে রাখা হয়েছে ফারুককে। প্রথমে তাঁর বিরুদ্ধে নির্দিষ্ট কোনও অভিযোগ ছিল না। ১৭ সেপ্টেম্বর তাঁর বিরুদ্ধে জন নিরাপত্তা আইনে অভিযোগ আনা হয়। ওই আইনে কাউকে বিনা বিচারে দু’বছর পর্যন্ত আটকে রাখা যায়।
এর আগে কাশ্মীর নিয়ে আবেদন শুনেছিলেন প্রধান বিচারপতি ও আরও দুই বিচারপতি। তিনজনই অযোধ্যা বেঞ্চে আছেন। ১৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট জানিয়েছে, অযোধ্যা নিয়ে শুনানি শেষ হবে ১৮ অক্টোবরের মধ্যে। ১৭ নভেম্বর অবসর নিচ্ছেন প্রধান বিচারপতি। তার আগেই ওই মামলার রায় দেওয়া হবে।