সময়ে কলকাতা ভেজে নি। তবে সেই রেশে মাঝে মধ্যেই তিলোত্তমার বুকে ধেয়ে আসছে বারিধারা। কয়েক মুহূর্তের বৃষ্টিতে ভিজে যাচ্ছে কলকাতা। শুরু হয়ে গেছে বাঙালির প্রিয় উৎসবের মরশুম। তবে এই বৃষ্টির চোখ রাঙানিতে সব আনন্দতেই জল পড়ে যাচ্ছে। আর পুজোর প্রাক্কালে প্রকৃতির এক খামখেয়ালিতে এই বিপাকে ফেলছে আম জনতা থেকে শুরু করে পুজো আয়োজকদের।
ঘণ্টাখানেকের এক পশলা বৃষ্টিতে বহু জায়গায় জল জমে যায়। শনিবার দুপুরে কেনাকাটা করতে বের হয়েছিলেন বহু মানুষ। বৃষ্টি আর দমকা হাওয়ায় তাঁদের ভিজে যেতে হয়েছে। সকালে বৃষ্টি হয়নি। হালকা রোদ উঠেছিল। দ্রুত মণ্ডপগুলির বাইরের সজ্জায় নজর দেন শিল্পীরা। বৃষ্টির জন্য বেশ কয়েকদিন ধরে কাজ থমকে ছিল। দুপুরের বৃষ্টি সেই কাজে ফের বাদ সাধে।
রাসবিহারী অ্যাভিনিউয়ের ৬৬ পল্লীতে মণ্ডপের ভেতরের কাজ শেষ হলেও বাইরের বেতের কাজ শেষ হয়নি। মঙ্গলবার এখানে উদ্বোধন হবে। দেশপ্রিয় পার্কে মণ্ডপে যেতে মাঠের ওপর দিয়ে অনেকটা পথ যেতে হবে। সেই জায়গা পুরো কাদায় ভরে রয়েছে। সাধারণ মানুষ যাতে ঢুকতে পারেন সে জন্য কাদার ওপর কাঠের পাটাতন পেতে দেওয়া হয়েছে।
সমস্যায় পড়েছেন প্রতিমা শিল্পীরাও। রং শুকোতে অনেকেই ব্লোয়ার, আগুন ব্যবহার করছেন। জলের ঝাপটায় সেই কাজে সমস্যা হয়। কয়েকটি ক্ষেত্রে রং গলে যায়। পুজো আয়োজক, প্রতিমা শিল্পী থেকে শুরু করে সাধারণ মানুষ— সবার একটা জিজ্ঞাসা, বৃষ্টি কবে থামবে। উৎসবের আর কয়েকটা দিন মাত্র বাকি। পোশাকের সঙ্গে মিলিয়ে প্রসাধন সামগ্রী, শেষ বেলার কেনাকাটা এখনও বাকি। এমন পরিস্থিতিতে বৃষ্টি বারেবারে ব্যাঘাত ঘটাচ্ছে। বৃষ্টিহীন দিন কবে পাওয়া যাবে আবহাওয়া দপ্তর তা বলতে পারছে না।