মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট বাজার সঙ্গে সঙ্গেই ময়দানে নেমে পড়েছেন সব দল। বাণিজ্য নগরীতেই বিজেপির সঙ্গে জোট করে লড়ছে শিবসেনা। বিজেপির এই শরিক দলটির সঙ্গে পদ্ম শিবিরের মাঝে মধ্যেই সংঘাত বাঁধে।বিজেপি গৃহীত কিছু নীতির বিরোধীতাও করতে দেখা গেছে শিবসেনা নেতৃত্বকে। দিন ঘোষণার পর থেকেই টানাপোড়েন চলছিল জোট নিয়ে। তবে গত বৃহস্পতিবার সব জল্পনার অবসান ঘটিয়ে বিজেপি ও শিবসেনা জোট গড়ছে বলেই প্রকাশিত হয় খবরে। তবে তার পাশাপাশি বাবা বালসাহেব ঠাকরের একজন শিবসৈনিককে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে দেখার স্বপ্নের কথাও উল্লেখ করেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে।।
বান্দ্রার একটি অডিটোরিয়ামে জড়ো হওয়া নেতা-কর্মীদের সামনে বক্তব্য রাখতে গিয়ে সেই কথা উল্লেখ করে নতুন জল্পনা উসকে দিলেন তিনি। বক্তব্যের প্রথমে অবশ্য বিজেপির সঙ্গে জোটের বিষয়ে জানান। বলেন, “আমরা ফের একসঙ্গে লড়াই করছি। খুব তাড়াতাড়ি তা ঘোষণাও করা হবে। আসলে জোট বেঁধে লড়াই করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে। শুধু কে কতগুলি আসন নেবে তা নিয়ে আলোচনা চলছে।”
এরপরই তিনি বলেন, ‘আমার বাবা ও শিব সেনা প্রধান বালাসাহেব একজন শিবসৈনিককে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে দেখতে চেয়েছিলেন। আমি তা পূরণ করব বলেই তাঁকে কথা দিয়েছিলাম। সেই প্রতিশ্রুতি আমাকে রাখতেই হবে। আমি মহারাষ্ট্রের ২৮৮ সিটে শিব সেনাকে শক্তিশালী দেখতে চাই। তাই প্রতিটি আসনে আমাদের দলকে শক্তিশালী করতে হবে। যদি বিজেপির সঙ্গে জোট করে লড়ি। তাহলে যেখান ওরা দাঁড়াবে সেখানে আমরা ওদের জেতানোর জন্য লড়াই করব। আর যেখানে আমরা দাঁড়াব সেখানে ওরা আমাদের জন্য লড়বে। তবে ক্ষমতা আসার পর ওরা অন্যায় করলে আমরা চুপচাপ মেনে নেব না। প্রকাশ্যেই বলব।’ প্রথম থেকেই সংঘাত শুরু হয়ে গেল শিবসেনা ও পদ্ম শিবিরের। সঙ্গে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর জন্য নিজেদের মধ্যে লড়াই।