বিজেপি শাসিত উত্তরাখণ্ডে প্রায় ৪,৮০০ জন ডেঙ্গুতে আক্রান্ত। কিন্তু এতে বিচলিত নন বিজেপি নেতা তথা উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত। তাঁর মতে, ৬৫০ এমজি ডোজের প্যারাসিটামল ট্যাবলেট খেলেই মুক্তি মিলবে ডেঙ্গু থেকে।
মশাবাহিত রোগ নিয়ে বক্তব্য পেশ করতে গিয়ে বিজেপি নেতা তথা উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত বলেন, ‘উত্তরাখণ্ডে ডেঙ্গু মহামারীর আকার নেয়নি। সেই জায়গা থেকে অনেক দূরেই রয়েছে। ৬৫০ এমজির প্যারাসিটামল খেয়ে একটু বিশ্রাম নিলেই ডেঙ্গু সেরে যাবে’। মুখ্যমন্ত্রীর মুখে এমন দাবি শুনে স্বাভাবিকভাবেই হতচকিত সাংবাদিক মহল। এহেন নিদানে শুরু হয়েছে ব্যাপক বিতর্কও।
অন্যদিকে স্বাস্থ্য অধিকর্তা আর কে পাণ্ডে পিটিআইকে জানান, সে রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৪,৮০০ ছুঁয়ে ফেলেছে। বেশিরভাগ আক্রান্তই দেরাদুনের বাসিন্দা। বাকিরা হলদওয়ানির বলে জানা গিয়েছে।
তবে মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াতের দাবি, চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মাত্র ৬ জনের মৃত্যু হয়েছে উত্তরাখণ্ডে। এর মধ্যে সরকারি হাসপাতালে কোনও মৃত্যুই হয়নি বলে তাঁর দাবি। ফলে যাদের ডেঙ্গু হচ্ছে তাদের যেন সরকারি হাসপাতালেই ভর্তি করা হয়, এমনটাই আর্জি রাওয়াতের। একই সঙ্গে তাঁর নিদান, ‘ডেঙ্গু জ্বর হলে ভয় পাওয়া বা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। কেউ যদি ৫০০ এমজির জায়গায় ৬৫০ এমজির প্যারাসিটামল খেয়ে বিশ্রাম নিলেই আরামসে ডেঙ্গু ঠিক হয়ে যাবে’।