না। ‘জয় শ্রী রাম’ লেখা কোনও ফাইল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হাতে তুলে দেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্যে অপপ্রচারের জন্য ফটোশপের কারসাজি। এমনটাই জানাচ্ছেন নবান্নর শীর্ষ আধিকারিকরা।
অমিত শাহর সঙ্গে বৈঠকে আসামের এনআরসি নিয়ে কথা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে একথা জানান খোদ মুখ্যমন্ত্রী। ওই বৈঠকেই এনআরসি নিয়ে রাজ্যের বক্তব্য সম্বলিত একটি ফাইলও অমিত শাহর হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী। এই ফাইলে তুলে দেওয়া ছবিকে কেন্দ্র করেই শুরু হয়েছে বিতর্ক।
জানা গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহের হাতে যে ফাইলটি তুলে দিয়েছেন তার ওপরে শুধু রয়েছে রাজ্য সরকারের লোগো। অথচ ওই ছবিতে লোগোর অংশটিতে ফটোশপ করে ‘জয় শ্রী রাম’ লেখা হয়েছে। তারপর ওই ভুয়ো ছবি সার্কুলেট করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এই ভুয়ো ছবিতে দেখা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় যে ফাইল অমিত শাহের হাতে তুলে দিচ্ছেন, তার ওপরে একটি মন্দিরের ছবি এবং তাতে লেখা ‘জয় শ্রী রাম’। বিভিন্ন ব্যক্তি এবং কোনও কোনও রাজনৈতিক দলের নেতা-কর্মীরাও এই ফটোশপ করা ছবি শনিবার সকাল থেকে ফেসবুকে অকাতরে শেয়ার করছেন।
গোটা ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ রাজ্য সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর বৈঠকের ছবিকে এভাবে ফটোশপ করে প্রচার করা অত্যন্ত গর্হিত কাজ বলেই মনে করছেন নবান্নের শীর্ষ আধিকারিকরা। কী উদ্দেশ্যে, কে এই ঘটনা ঘটিয়েছে, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। সরকারি আধিকারিকরা মনে করছেন, গোটা ঘটনায় একটা সাম্প্রদায়িক মোড়ক দিতে ফাইলের ওপরের ছবি ফটোশপ করে সেখানে মন্দিরের ছবি বসানো হয় এবং ‘জয় শ্রী রাম’ লিখে দেওয়া হয়েছে।