নিজের দক্ষতা ও পরিশ্রমের ওপর ভর করে একের পর এক মাইলফলক ছুঁয়ে ফেলছেন তিনি। তাঁর ব্যাট যেন তাঁর কথাতেই চলে। যখনই টিমের প্রয়োজন হয়েছে ত্রাতা হয়ে উপস্থিত তিনি। পাশাপাশি রেকর্ড ভাঙা-গড়ার খেলা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত ব্যাটিং-এর ফলে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে পঞ্চাশোর্ধ্ব ব্যাটিং গড় হয়ে গেল তিন ফরম্যাটেই। যা এখনও পর্যন্ত বিশ্বের অন্যকোন ব্যাটসম্যানের নামের পাশে নেই। সেই মাইলফলকেই নাম লেখালেন বিরাট কোহলি।
একই সঙ্গে তিনি রোহিত শর্মাকে টপকে টি২০ ক্রিকেটে এখন সর্বাধিক রানের (২৪৪১) মালিক। আরও একটা পালক যোগ হয়েছে বিরাটের মুকুটে। এই ফরম্যাটে সবচেয়ে বেশি অর্ধশতরানও করে ফেললেন ভারত অধিনায়ক। ম্যাচ শেষে সঞ্জয় মঞ্জেরেকরকে দেওয়া সাক্ষাৎকারে ভারত অধিনায়ক বলেন, ‘মোহালি আমার পয়মন্ত মাঠ। টি২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এখানে একটা দুর্দান্ত জয় পেয়েছিলাম আমরা। সেই ম্যাচটার কথা মনে পড়ে যাচ্ছে। যদিও এই পিচে ব্যাট করা অনেক সহজ ছিল।’
এমন দাপুটে ব্যাটিংয়ের অনুপ্রেরণা কোথা থেকে পান তিনি? জবাবে বিরাট বলেন, ‘আমার জার্সির সামনের দিকের ব্যাজটা দেখছেন, এটার দিকে তাকালেই মনের জোর বেড়ে যায়। দেশের হয়ে খেলা সব সময় গর্বের। দলের স্বার্থে, দেশের কথা ভেবে নিজের সেরাটা উজাড় করে দেওয়ার চেষ্টা করি। দলকে জেতানোর জন্য যা যা করা দরকার, সেটা এতদিন ধরে করে এসেছি। আগামী দিনেও চেষ্টা করব। ফরম্যাট যেমনই হোক, দলকে জেতানোর স্পৃহা থাকলে সাফল্য আসবেই। আমার ক্রিকেট দর্শন অন্তত তাই বলে। কখনও নিজের কথা ভেবে খেলি না। দেশের সাফল্যই আমার সাফল্য।’
টেস্ট ক্রিকেটে ভারত অধিনায়ক ৫৩.১৪ গড়ে ৭৯টি ম্যাচে করে ফেলেছেন ৬৭৪৯ রান। টি-২০ ফরম্যাটে তাঁর ব্যাটিং সদ্য ‘হাফ-সেঞ্চুরি’ অতিক্রম করেছে (৫০.১৯)। ওয়ান ডে ক্রিকেটে বিরাটের ব্যাটিং গড় আরও উজ্জ্বল। ৬০.৩১ গড়ে তিনি ১১৫২০ রান করেছেন ২৩৯টি ম্যাচে। কত নামেই না তিনি ভূষিত হন! কেউ বলেন রান-মেশিন। কেউ আবার তাঁকে ‘কিং অব ক্রিকেট’ বলেও থাকেন। বিরাট কোহলি এই মুহূর্তে বিশ্বের সেরা ‘চেজমাস্টার’।