বাঙালির অন্যতম শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে নিয়ে এ এক অন্য রাজনীতি। বাঙালির আবেগকে কাজে লাগাতে উঠে পড়ে লেগেছে বঙ্গ বিজেপি। সেখানেই এই উৎসবকে কাজে লাগাতে চাইছেন বিজেপি নেতৃত্ব। সেই লক্ষ্যেই দুর্গাপুজোর উদ্বোধনে শহরে আসছেন অমিত শাহ। আর শাহের এই আগমনকে কটাক্ষ করে ফিরহাদ বললেন, টাকা দিয়ে পুজো দখল করা যায় না।
প্রসঙ্গত, আগামী ১ অক্টোবর কলকাতায় আসছেন বিজেপি সভাপতি অমিত শাহ। বেশ কয়েকটি পুজোর উদ্বোধন করার কথা আছে তাঁর। এদিন ফিরহাদকে এই নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘অমিত শাহ এলে তাঁকে ডাবের জল খাওয়াবো। কিন্তু পুজো কখনও দখল করা যায় না।’ ফিরহাদের কটাক্ষ, ‘মা কি তোর একার?’
এদিন অমিত শাহ ও তাঁর দল বিজেপিকে একের পর এক কটাক্ষে বেঁধেন ফিরহাদ। বলেন, কুস্তি লড়ে বাংলা দখল করা যাবে না। ওরা স্বৈরতান্ত্রিক। ওরা এখানে চম্বলের মতো একটা জায়গা তৈরির চেষ্টা করছে। কিন্তু পারবে না। টাকা দিয়ে পুজো করা যায় না।’
চলতি বছর কলকাতায় বেশ কয়েকটি পুজো কমিটিতে প্রভাব বিস্তারের চেষ্টা করে গেরুয়া শিবির। ওদিকে কলকাতা সহ গোটা রাজ্যে জনসংযোগে তৃণমূলের অন্যতম হাতিয়ার এই শারদোৎসব। তৃণমূলের প্রায় প্রত্যেক নেতাই কোনও না কোনও পুজো কমিটির কর্ণধার। তাই পুজো কমিটি দখল করে তৃণমূলকে ধাক্কা দেওয়ার চেষ্টা করেছিল বিজেপি। তবে সেই উদ্যোগে এখনো পর্যন্ত তেমন সাফল্য মেলেনি।
এদিন ফিরহাদ বলেন, ‘এবারের পুজোর বাজেট অনেক কমে গিয়েছে। দোরে দোরে ঘুরে কিছু টাকা পেয়েছি।’ উল্লেখ্য, নির্বাচনের সময় সাধারণ মানুষের মধ্যে টাকা ছড়ানোর অভিযোগ উঠেছিল গেরুয়া শিবিরের বিরুদ্ধে। তাই টাকার বিনিময়ে এবার বাঙালীর আবেগ কেনার চেষ্টা করছে বিজেপি। এমনই আশঙ্কা কলকাতার মেয়রের।