গত শনিবার হিন্দী দিবসের দিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হিন্দী ভাষাকে দেশের সাধারণ ভাষা করার পক্ষে জোর সওয়াল করার পর থেকেই বিরোধিতায় ঝড় উঠেছে দেশের বিভিন্ন মহলে। শাহর ‘এক ভাষা, এক দেশ’ তত্ত্বের প্রতিবাদে গলা মিলিয়েছেন নামী ব্যক্তিত্বরাও। শাহর মন্তব্যের প্রতিবাদে সোমবারই এক ভিডিও বার্তা দিয়ে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন প্রবীণ অভিনেতা-রাজনীতিবিদ কমল হাসান। মক্কল নিধি মইয়ম দলের মুখ্য কমল সাফ জানিয়ে দিয়েছেন, ভারতের গণতান্ত্রিক পরিকাঠামোয় এহেন সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা উচিত কেন্দ্রের। কেন্দ্রকে তাঁর হুঁশিয়ারি, ‘ভাষার জন্য আন্দোলনের সামনে জালিকাট্টুর প্রতিবাদও কম মনে হবে।’ কমল যেমন তাঁর মাতৃভাষার হয়ে মুখ খুলেছেন, তেমনি একইভাবে গতকাল বাংলা ভাষার পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী মনোজ মুরলী নায়ার।
https://www.facebook.com/ekhonkhobor18/videos/379784299626448/
ফেসবুকে মনোজ একটি ভিডিও প্রকাশ করেছেন যা ইতিমধ্যেই সোশ্যাল সাইটে সাড়া ফেলে দিয়েছে। ভিডিওতে তাঁর বলিষ্ঠ কণ্ঠের প্রতিক্রিয়া, ‘আমি বাংলা ভাষাতেই কথা বলব। ভারতবর্ষের যে কোনও প্রান্তে, যদি কেউ আমার ভাষা বুঝতে না পারে, তবেই আমি অন্য ভাষার প্রয়োগ উপযুক্ত বলে মনে করব। নচেৎ, আমি বাংলা ভাষাতেই কথা বলব।’ তাঁর ভিডিওটি প্রকাশ হওয়া মাত্রই পছন্দ করেছেন অসংখ্য মানুষ। যার ফলে এখন ভাইরাল সেটি। প্রসঙ্গত, মনোজ মুরলী নায়ার আদতে কেরলের মানুষ। তবে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়েই শিক্ষালাভ তাঁর। ছোটবেলা থেকেই আত্মস্থ করেছেন রবীন্দ্রনাথ ও তাঁর সঙ্গীতকে। ফলে এখন তিনি আদ্যোপান্ত একজন বাঙালিই। ভিডিওতে তাঁর বাংলা ভাষার পরিষ্কার উচ্চারণ শুনলে চমৎকৃত হতে হয়। তাঁর ওই ৩৫ সেকেন্ডের ভিডিওতে সে কথাই লিখেছেন অনেকে।