সারা দেশে অর্থনৈতিক মন্দার বাজার। গাড়ি বাজারে নেমেছে বিরাট ধ্বস। জিডিপির নিরিখে বিশ্ববাজারেও পিছিয়ে পড়েছে ভারত। প্রায় দিন শেয়ারের বাজারের সূচক নিম্নগামী। গাড়ি বাজারের পাশাপাশি একাধিক সংস্থাতে সেই প্রভাব পড়ছে। আর মন্দা সামাল দিতে একাধিক কেন্দ্রীয় সংস্থাকে বেসরকারিকরণ করার রাস্তায় হাঁটছেন মোদী সরকার। এবার রাষ্ট্রায়ত্ত ভারত পেট্রোলিয়াম (বিপিসিএল) বিলগ্নিকরণের পথে কেন্দ্র।
দেশের দ্বিতীয় বৃহত্তম এই রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার সংখ্যাগরিষ্ঠ অংশিদারিত্ব নিজেদের হাতে রাখতে চায় না সরকার। বিপিসিএল-কে কোনও বিদেশি সংস্থার হাতে তুলে দেওয়ার বিষয়ে কেন্দ্র নীতিগত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। গোটা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত এক ব্যক্তি একথা জানিয়েছেন। বিপিসিএলের ৫৩.৩ শতাংশ অংশিদারিত্ব বর্তমানে সরকারের হাতে আছে। এই অংশিদারিত্ব হ্রাস করতে চলেছে কেন্দ্র।
রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির শেয়ার বিক্রি করে চলতি আর্থিক বছরে রেকর্ড পরিমাণ অর্থ সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। শুধুমাত্র সরকারি সংস্থার শেয়ার বেচে এই বছর ১,০০০,০০০,০০০,০০০ টাকা (১ ট্রিলিয়ন) ঘরে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমান বছরে বাজেট ঘাটতির লক্ষ্যমাত্রা জিডিপির ৩.৩ শতাংশের মধ্যে বেঁধে ফেলার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। কিন্তু মন্দার কারণে রাজস্ব আদায় কম হওয়ায় সরকার সেই টার্গেট পূরণে কতটা সফল হবে, তা নিয়ে জোর সংশয় আছে। যার জেরে পরিকাঠামো ও উন্নয়নমূলক প্রকল্পে খরচের ক্ষমতা কমছে সরকারের। এরপরই এই সংস্থার কর্মীদের মধ্যে বাড়ছে ক্ষোভ। সরকারের এই সিদ্ধান্তের সঙ্গে একমত হতে পারছেন না তাঁরা।