প্রথম দিন থেকে বাংলা জুড়ে ব্যাপক সাড়া পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়া কর্মসূচী ‘দিদিকে বলো’। সাধারণ মানুষ তাঁদের যাবতীয় সমস্যার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে এবং ওই এক ফোনেই হয়েছে যাবতীয় সমস্যার সমাধান। ‘দিদিকে বলো’ নিয়ে এরকম আকাশছোঁয়া উৎসাহ দেখা গেল পুরুলিয়ার রঘুনাথপুর গ্রামে।
এই কর্মসূচী ঘিরে মারাত্মক উৎসাহী স্থানীয়রা। সাতুড়ি ব্লকের যুব তৃণমূল সভাপতি বিকাশ মুখোপাধ্যায়ের নেতৃত্বে গতকাল মানুষ এই কর্মসূচীতে অংশগ্রহণ করেন। কর্মসূচীর প্রচারে যাওয়া হয় মুরাড্ডি গ্রাম পঞ্চায়েতের মুরুলিয়া গ্রামের উত্তম মুখোপাধ্যায়ের বাড়িতে। এছাড়াও বামুন পাড়া-সহ বিভিন্ন পাড়ার বাড়িতে বাড়িতে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন তিনি।বিলি করা হয় ‘দিদিকে বলো’র নম্বর যুক্ত কার্ড এবং গেঞ্জি।
মুরুলিয়া গ্রামে প্রায় ১০ হাজার মানুষের বসবাস। দিনভর প্রচারের পরে সন্ধ্যেবেলায় ফের গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন বিকাশ। রাতে থাকলেন উত্তম মুখোপাধ্যায়ের বাড়িতেই। তিনি বলেছেন, “ মানুষের অভাব-অভিযোগ জানার জন্যে দলের নির্দেশে আমি দলের বহু পুরোনো কর্মীর বাড়িতে থাকতে এসেছি। সকালে এবং বিকালে আশেপাশের বেশ কয়েকটি গ্রামে প্রচার করলাম। সকালে গ্রামে দলের পতাকা উত্তোলন করে পাশের গ্রামে কর্মসূচীর প্রচারে যাব। মানুষের অভূতপূর্ব সাড়া পাচ্ছি”।