সারা দেশে অর্থনৈতিক মন্দার বাজার। গাড়ি বাজারে নেমেছে বিরাট ধ্বস। জিডিপির নিরিখে বিশ্ববাজারেও পিছিয়ে পড়েছে ভারত। প্রায় দিন শেয়ারের বাজারের সূচক নিম্নগামী। আর এই গাড়ি বাজারের এই মন্দা হালের জন্য ওলা ও উবর অ্যাপ ক্যাব পরিষেবাকেই কাঠগড়ায় তুললেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সেই সঙ্গে এই ব্যাপারে দূষণ নিয়ন্ত্রণবিধিকেও একহাত নিয়েছেন অর্থমন্ত্রী। আর অর্থমন্ত্রীর এহেন মন্তব্য হাস্যকর হয়ে উঠেছে নেটিজেনদের কাছে।
মঙ্গলবার নির্মলা সীতারমণ বলেন, ‘ভারত স্টেজ ৬ দূষণনীতি এবং নবীন প্রজন্মের মানসিকতা, যাঁরা গাড়ি কেনার চেয়ে ওলা ও উবর ব্যবহার করতে বেশি পছন্দ করেন, গাড়িশিল্পে বড়সড় প্রভাব ফেলেছে। বছর দুই আগেও এই শিল্পে সুদিন দেখা গিয়েছিল।’
প্রসঙ্গত, ১৯৯৭-৯৮ সাল থেকে গাড়ি বিক্রির নথি রাখা শুরু করে সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স। এখনও পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী, সাম্প্রতিক কালের মতো ধস এর আগে নামেনি গাড়িশিল্পে। মন্দা এড়াতে জিএসটি রেট কমানোর জন্য জিএসটি কাউন্সিলের দ্বারস্থ হয়েছে গাড়িশিল্প। তবে সেদিকে না হেঁটে এই এইরকম আলটপকা কথায় হতবাক দেশবাসী।