বিজেপি বাঙালি বিরোধী দল বলে বারবার অভিযোগ তুলেছে বিরোধীরা। সেটা যে কতটা সত্য, দিলীপ ঘোষের মন্তব্য থেকে এবার সেটাই পরিষ্কার হয়ে গেল। রাজ্য সরকারকে নিশানা করতে গিয়ে গোটা বাঙালি জাতিকেই অপমান করে বসলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
হুগলীর দলীয় কর্মীসূচীতে অংশ নিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘বাঙালি মানেই আজ চোর, চিটিংবাজ হয়ে গেছে। এই বদনাম ঘোচাবার জন্য বাংলায় পরিবর্তন করতে হবে’।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের এই মন্তব্যের পরেই সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। প্রশ্ন উঠেছে, তাহলে কি দিলীপ ঘোষ নিজেকে বাঙালি মনে করেন না? আর যদি হয়েই থাকেন তবে তো উনি নিজেকেই চোর চিটিংবাজ বলছেন। তৃণমূলের নেতারা বলছেন, দিলীপ ঘোষের এই মন্তব্য থেকেই পরিষ্কার বিজেপি একটি বাঙালি বিরোধী দল।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসামের তিনসুকিয়ায় বাঙালি নিধন থেকে জোর করে হিন্দী চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়ে নাগরিকপঞ্জীর মাধ্যমে ৪০ লাখ বাঙালির নাম বাদ দেওয়া – সবেতেই বিজেপির বাঙালি বিদ্বেষী চরিত্রটা স্পষ্ট। দিলীপ ঘোষের মন্তব্যেও তার অন্যথা হয়নি।