টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত এখন পয়েন্ট টেবিলে এক নম্বরে আছে। ওয়েস্ট ইন্ডিজকে ওয়াইট ওয়াশ করে ফুরফুরে মেজাজে টিম ইন্ডিয়া। কিন্তু এতকিছুর পরেও ভারতের ওপেনিং জুটির ব্যর্থতা নিয়ে ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই টেস্টে ওপেনিং জুটি হিসেবে লোকেশ রাহুল ও মায়াঙ্ক আগরওয়াল বেছে নিয়েছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু বড় পার্টনারশিপ তাঁরা গড়ে তুলতে পারেননি। সেই নিয়ে চিন্তার ভাঁজ ভারতীয় নির্বাচকমন্ডলীর কপালে। এইবার সেই নিয়ে মুখ খুললেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
তাঁর কথায়, ‘টেস্টে ওপেনিং জুটিতে পরিবর্তন আনা যেতেই পারে। সেক্ষেত্রে লোকেশ রাহুলের যোগ্য বিকল্প হিসাবে রোহিত শর্মার নামটা মনে পড়ছে। বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স করার পরে মনে হয়েছিল, টেস্টেও রোহিত সফল হবে। কিন্তু দু’টো ম্যাচেই ও খেলার সুযোগ পায়নি। মিডল অর্ডারে ওর পক্ষে জায়গা পাওয়া এখন আরও কঠিন হয়ে গিয়েছে। সীমিত ওভারের ক্রিকেটে রোহিত যেহেতু ওপেনার হিসাবে দারুণভাবে সফল, তাই টেস্টেও ওঁকে দিয়ে ওপেন করানো যেতেই পারে।’
অন্যদিকে, অজিঙ্কা রাহানে খরা কাটিয়ে রানে ফিরেছেন। প্রথম টেস্টে সেঞ্চুরিও হাঁকিয়েছিলেন তিনি। হনুমা বিহারি দাপুটে ব্যাটিং করে মিডল অর্ডারে দলকে নির্ভরতা জোগাচ্ছেন। তাই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজে রাহানে ও হনুমার বাদ পড়ার কোনও সম্ভাবনা নেই। সেক্ষেত্রে রোহিতের চ্যালেঞ্জ আরও কঠিন বলেই মনে করা হচ্ছে।
তবে এটাই প্রথম নয়। এর আগেও রোহিতের হয়ে সওয়াল করেছিলেন সৌরভ। তিনি আরও বলেছেন, ‘রোহিতের মতো এত বড় মাপের ব্যাটসম্যানকে বসিয়ে রাখা ঠিক নয়। এতে আত্মবিশ্বাসে চিড় ধরতে পারে। ভারত আগামী দিনে টি-২০ এবং টেস্ট খেলবে সবচেয়ে বেশি। তাই রোহিতকে টেস্ট দলেও সমানভাবে সুযোগ দিলে ভারতীয় দলই উপকৃত হবে।’ সৌরভ একইসঙ্গে মায়াঙ্ক আগরওয়ালের মতো তরুণ ও প্রতিভাবান ক্রিকেটারের প্রশংসা করে বলেছেন, ‘মায়াঙ্ক সবে আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার শুরু করেছে। ওকে আরও সময় দেওয়া প্রয়োজন।’ এখন এটাই দেখার সৌরভের মতো খেলোয়াড়ের পরামর্শ কতটা কাজে লাগান ভারতীয় টিম ম্যানেজমেন্ট।