জম্মু-কাশ্মীরের কুলগাম কেন্দ্রের বিধায়ক তথা সিপিএম নেতা মহম্মদ ইউসুফ তারিগামিকে শ্রীনগর থেকে দিল্লীতে নিয়ে আসার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। অসুস্থ এই সিপিএম নেতাকে দিল্লীর এইমসে ভর্তির নির্দেশ দেওয়া হয়েছে। সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির আবেদনের ভিত্তিতে এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। উপত্যকার প্রাক্তন সিপিএম বিধায়ক তারিগামিকে বর্তমানে শ্রীনগরে গৃহবন্দী করে রাখা হয়েছে।
জম্মু-কাশ্মীর প্রশাসন এবং তারিগামির চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেই তাঁকে দিল্লিতে নিয়ে আসা হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। তাঁর দিল্লি যাত্রার স্ত্রী অথবা পরিবারের কোনো একজন সদস্য তাঁকে সঙ্গ দিতে পারবেন।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি বোবদে ও বিচারপতি এস আব্দুল নাজিরের বেঞ্চ বলে, শ্রীনগরের শের-ই-কাশ্মীর হাসপাতাল এবং এইমসের চিকিৎসকদের মধ্যে পরামর্শের পর তারিগামিকে শ্রীনগর থেকে দিল্লী নিয়ে আসা হবে। এই বেঞ্চ সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির আবেদনের প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার এবং জম্মু-কাশ্মীর প্রশাসনকে নোটিসও জারি করেছে। ৭ দিনের মধ্যে তাদের জবাব তলব করা হয়েছে। মামলার পরবর্তী শুনানি ১৬ সেপ্টেম্বর।
উল্লেখ্য, গত সপ্তাহে সীতারাম ইয়েচুরিকে কাশ্মীরে যাওয়ার অনুমতি দিয়েছিল শীর্ষ আদালত। সেই সফরের উদ্দেশ্য যে শুধুমাত্র তাঁর সহকর্মী তারিগামির স্বাস্থ্য সংক্রান্ত খোঁজখবর নেওয়া, সেটাও বলেছিল আদালত। সেই সফর থেকে ফিরে গত সোমবার সুপ্রিম কোর্টে হলফনামা দাখিল করেন ইয়েচুরি। সেই হলফনামা খতিয়ে দেখেই এ দিন এই রায় দিয়েছে আদালত।