সাফল্য এইরকমই হয়। কখন যে কাকে সেই শিখরে নিয়ে যাবে আবার কখন কাকে ফেলে দেবে তা আজও বোঝা যায় না। নেই এর কোনো গাণিতিক রূপ। সাফল্য পাওয়া যেমন কঠিন, তার চেয়েও বেশি কঠিন হল সেই সাফল্য ধরে রাখা। সেইরকমই এক নাম হল বাংলাদেশের নোবেল। যাঁকে ঘিরে নেট দুনিয়ায় বেশ কিছুদিন চর্চা চলেছে। আবারও এক ঘটনায় সামনে এসেছে সারেগামাপাতে তৃতীয় স্থানাধিকারী নোবেল।
এই সাফল্যের জন্য তাঁকে বাংলাদেশি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির আয়োজনে গত শনিবার ম্যানচেস্টারের ইস্ট ক্যাথলিক হাইস্কুলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিন্তু আশানুরূপ শ্রোতা না হওয়ায় হতাশ আয়োজকগোষ্ঠী। হতাশ স্বয়ং নোবেলও। কারণ নিজেকে রকস্টার বলে পরিচয় দেওয়া নোবেলের অনুষ্ঠানের অর্ধেকের বেশি সিটই ফাঁকা গেল।
প্রসঙ্গত, নোবেলের ‘একক সঙ্গীত সন্ধ্যা’ হিসেবে প্রচার করা হলেও কর্তৃপক্ষের সিদ্ধান্তে অনুষ্ঠানে আরও দুজন শিল্পী সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। যা ‘দৃষ্টিকটু’ বলে মন্তব্য করেছেন অনেকেই। নির্দিষ্ট সময়ের ২ ঘণ্টা পরে শুরু হয়ে সাড়ে ১০টা পর্যন্ত চলে অনুষ্ঠান। জনপ্রতি টিকিটের মূল্য ছিল ১৪০০ ও ভিআইপি হলে ৩৫০০। কিন্তু তার পরেও ভর্তি হয়নি দর্শকাসন। মাত্র ২০০টি টিকিট বিক্রি হয়েছে বলে জানা গেছে। এমনকি নোবেলের অনুষ্ঠানে উপস্থিত দর্শকরাও হতাশ তাঁর প্রোগ্রাম দেখে। নোবেল নিজেও স্তম্ভিত এই ঘটনায়।