এয়ার ইন্ডিয়া, ভারতের রাষ্ট্রায়ত্ত্ব বিমান পরিবহণ সংস্থা। এটি ১৯৩২ সালে প্রতিষ্ঠিত হয়। এটি একটি সরকারি মালিকানাধীন উদ্যোগ, ‘এয়ার ইন্ডিয়া লিমিটেডের’ মালিকানাধীন এবং এটি ৯৪ টি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্যস্থলে এয়ারবাস এবং বোয়িং বিমানের দ্বারা উড়ান সরবরাহ করে। ভারত জুড়ে বিভিন্ন শহরগুলির পাশাপাশি, নতুন দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে সংস্থাটির সদরদপ্তর অবস্থিত। ১৯৩২ সালে টাটা এয়ারলাইন্স হিসাবে ‘জেআর ডি টাটা’ দ্বারা এয়ারলাইনটি প্রতিষ্ঠা করা হয়; টাটা নিজেই তাঁর প্রথম একক-ইঞ্জিন ডে হ্যাভিল্যান্ড পুস মথকে উড়িয়ে নিয়ে যান, যা করাচি থেকে বোম্বে জুহু এরোড্রোমে বায়ু মেল বহন করে এবং পরে মাদ্রাজ (বর্তমানে চেন্নাই) পর্যন্ত চালাচল শুরু করে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, এটি একটি সীমিত সরকারি কোম্পানি হয়ে ওঠে এবং এর নামকরণ করা হয় ‘এয়ার ইন্ডিয়া’। ২১ শে ফেব্রুয়ারী ১৯৬০ সালে, এটি ‘গৌরী শঙ্কর’ নামে তার প্রথম বোয়িং ৭০৭ সরবরাহ করে এবং তার ফ্লাইটে একটি জেট বিমান যোগ করা প্রথম এশিয়ান বিমান সংস্থা হয়ে ওঠে। এয়ার ইন্ডিয়া তার অধীনস্থ অ্যালায়েন্স এয়ার এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এর মাধ্যমে গার্হস্থ্য ও এশিয়ান গন্তব্যগুলিতে উড়ান পরিচালনা করে।
এয়ার ইন্ডিয়ার মাস্কট ‘মহারাজা’ (সম্রাট) এবং লোগোর ভেতরে কোণার্কের চাকার সঙ্গে একটি উড়ন্ত রাজহাঁস রয়েছে।

বস্তুত এয়ার ইন্ডিয়ার অফিশিয়াল মাস্কট ‘মহারাজা’ একদা খুবই জনপ্রিয় ছিল, দেশি ও বিদেশি উভয়ের মধ্যেই। এয়ার ইন্ডিয়ার এই ‘মহারাজা’ কে নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন পোস্টার তৈরি হয়েছে। সেগুলো দেখতে যেমন মজাদার ছিল তেমন সেগুলোর অর্থ ও আবেদন ছিল চমৎকার। এমনই কিছু পোস্টার এই পোস্টের সঙ্গে দিলাম। এগুলো সবই ১৯৫০ এর দশকের মাঝামাঝি সময় থেকে ১৯৮০ এর দশকের গোড়ার দিকের পোস্টার।
মতামত লেখকের ব্যক্তিগত