৩৭০ ধারা বাতিলের পরেই ভূস্বর্গে চরম কড়াকড়ি আরোপ করা হয়েছে৷ যদিও তারপরেও অশান্তি এড়ানো যায়নি উপত্যকায়৷ গত ৩ সপ্তাহে জম্মু কাশ্মীরে ৩০০ আইন শৃঙ্খলা অবনতির ঘটনা ঘটেছে৷ এর মধ্যে শ্রীনগরে সবচেয়ে বেশি অশান্তির ঘটনা ঘটেছে৷ জানা গেছে, শ্রীনগরে প্রায় ১৬০ টির ওপর আইন শৃঙ্খলা ভঙ্গের ঘটনা ঘটেছে৷ এই ধরণের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে ৫ থেকে ৭ আগস্টের মধ্যে৷ ২২ টি অশান্তির ঘটনা ঘটে পুলওয়ামায়, ১৮টি বারামুলায়৷ ১৭ আগস্ট উপত্যকায় ২৪টি উত্তেজনার ঘটনা ঘটে৷ একদিনে সবচেয়ে বেশি অশান্তির ঘটনা এই দিনই ঘটে৷
কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল এবং কাশ্মীর পুনর্গঠন বিল আইনে পরিণত হওয়ার পর উপত্যকা জুড়ে কড়াকড়ি চরমে উঠেছে৷ এখানে ওখানে জারি করা হয় ১৪৪ ধারা৷ বিভিন্ন জায়গায় ফোন ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়৷ অশান্তি এড়াতে প্রশাসন চেষ্টার কোনও কসুর করছে না৷ তারপরেও অশান্তি যে এড়ানো যায়নি, তা প্রমাণ হয়ে গেল৷
কাশ্মীরের এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, শ্রীনগরে অশান্তির ঘটনা বেশি ঘটেছে৷ এখানে বেশি করে আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়৷ যার ফলে তটস্থ প্রশাসন৷ শুক্রবারের নমাজের আগে শ্রীনগরে কড়াকড়ি আরোপ করা হয়৷ শান্তিপূর্ণভাবে শুক্রবার মসজিদে নমাজ পড়েন মুসলিম ভক্তরা৷ তবে এখানে ওখানে বিক্ষোভ দেখানো হয়৷ শুক্রবার বড় মসজিদগুলিতে প্রবেশদ্বার খুলে দেওয়া হয়৷ বহু মানুষ এসে সেখানে নমাজ পড়েন৷