সেপ্টেম্বর মাসের প্রথম দিনেই মরশুমের প্রথম বড়ম্যাচ। আগামী রবিবারের ডার্বি ঘিরে উত্তেজনায় টগবগ করে ফুটছে শহর। প্রহর গুনছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সমর্থকরা। আর সেই প্রথম ডার্বিকে ঘিরেই এবার নতুন নতুন চমক আনতে চলেছে আইএফএ। গতকালই জানা গিয়েছিল, খেলা দেখতে আসা সমর্থকদের জন্য বিমার ব্যবস্থা করছে আইএফএ। ডার্বিতে দর্শক স্বাচ্ছন্দ্য বাড়াতেই আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় বিশেষ বিমার ব্যবস্থা করেছিলেন। জয়দীপের কথায়, ‘খেলা দেখতে এসে দর্শকরা আহত বা অসুস্থ হলে তাঁর চিকিৎসার যাবতীয় ব্যবস্থা হবে ওই বিমার মাধ্যমেই। এমনকী দুর্ঘটনায় কেউ ক্ষতিগ্রস্ত হলেও দর্শকের পাশে থাকবে সেই বিমা কোম্পানি।’
এছাড়াও আজ শহরেরই একটি নামী পাঁচতারা হোটেলে হতে চলেছে প্রি ম্যাচ প্রেস কনফারেন্স। সেই অনুষ্ঠানের গ্ল্যামার বাড়াতে উপস্থিত থাকবেন বাংলা চলচ্চিত্র জগতের সুপারস্টার দেব। আর সেখানেই তিনি উদ্বোধন করবেন একটি গোল্ড কয়েন। জানা গেছে, ইস্টবেঙ্গল ও মোহনবাগানের খেলার টস এবার হবে সেই সোনার কয়েনে। আইএফএ ও একটি গয়না প্রস্তুতকারী সংস্থা শ্যামসুন্দর জুয়েলার্সের গাঁটছড়ায় এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে ডার্বির ইতিহাসে সোনার কয়েনে টস করার নজির নেই। টস হয়ে যাওয়ার পর সেই সোনার কয়েনটি ডার্বিতে ম্যাচের সেরা হওয়া ফুটবলারকে পুরস্কৃত করা হবে।
ডার্বি দেখতে আসার সমর্থকদের কথা ভেবে এবারের ডার্বির সর্বনিম্ন টিকিটের দাম রাখা হয়েছে ১০০ টাকা (লোয়ার টায়ার)। এছাড়াও ১৫০ (আপার টায়ার), ২০০ (মিডল টায়ার) এবং ভিআইপি ৪০০ ও ৬০০ টাকা দাম নির্ধারিত হয়েছে। ডার্বির দিন যুবভারতীর ১ ও ২ নম্বর গেট বাগান সমর্থকদের জন্যে, ইস্টবেঙ্গলের জন্য ৩ ও ৪ নম্বর গেট নির্ধারিত করা হয়েছে।
কলকাতা লিগে মোহনবাগান ও ইস্টবেঙ্গল শুরুতে ধাক্কা খেয়ে কিছুটা পিছিয়ে পড়লেও ডার্বির আগে দুই দল-ই নিজেদের ছন্দে ফিরে এসেছে। মঙ্গলবার থেকেই বিক্রি শুরু হল অনলাইন টিকিট। প্রথম দিনেই বিক্রি খুব ভালো হয়েছে বলে দাবি সংগঠকদের। এমনকি ইস্টবেঙ্গলের দিকের গ্যালারির টিকিট ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। যা নিয়ে উচ্ছ্বসিত আইএফএ। সবমিলিয়ে বোঝা যাচ্ছে, এই ডার্বি দিয়েই নতুনত্ব আনার চেষ্টায় তৎপর আইএফএ কর্তৃপক্ষ।