কাশ্মীর নিয়ে রাষ্ট্রসঙ্ঘকে পাকিস্তানের লেখা চিঠিতে এবার মিলল হরিয়ানার বিজেপি মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর ও উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক বিক্রম সাইনির নামও। পাক বিদেশমন্ত্রকের রাহুল গান্ধীর মন্তব্য উদ্ধৃত করার পর ঘটনাকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে ক্ষমা চাইতে বলেছিল বিজেপি। বৃহস্পতিবার জানা গেল, শুধু রাহুল গান্ধী নন, বিজেপি মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর এবং বিজেপি বিধায়ক বিক্রম সাইনির মন্তব্যও ওই চিঠিতে উল্লেখ করেছে পাকিস্তান।
বিক্রম সাইনি বলেছিলেন, ‘মুসলমান পার্টিকর্মীরা উল্লসিত। তারা এখন ফরসা কাশ্মীরি মেয়েদের বিয়ে করতে পারবে’। মনোহরলাল খট্টর বলেছিলেন, অনেকে বলছে, ‘কাশ্মীর থেকে বিধিনিষেধ উঠে গেল। এবার সেখানকার মেয়েদের বিয়ে করে আনা যাবে’। রসিকতা থাক, যদি সমাজে ছেলে ও মেয়েদের সংখ্যা সমান হয়, তাহলে সমাজে ভারসাম্য থাকে। এই দু’টি মন্তব্য উল্লেখ করে পাকিস্তান চিঠিতে লিখেছে, যুদ্ধের অস্ত্র হিসাবে লিঙ্গভিত্তিক হিংসাকে ব্যবহার করা হচ্ছে।
কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেছিলেন, ‘রাহুল গান্ধীর মন্তব্য উল্লেখ করে পাকিস্তান বোঝাতে চেয়েছে, কাশ্মীরে যে হিংসা চলছে তা ভারতের মূলস্রোতের রাজনীতিকরাও স্বীকার করছেন’। এদিনের ঘটনা সামনে আসার পর কংগ্রেসের প্রশ্ন, এবার কি বলবে বিজেপি? তাদের মুখ্যমন্ত্রী-বিধায়কদের মন্তব্যকেও যে হাতিয়ার করেছে পাকিস্তান!