বাংলার ক্ষমতায় এসে কর্মসংস্থান বৃদ্ধিকে পাখির চোখ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার উদ্যোগেই বাম আমলের তুলনায় বেকারত্ব হ্রাস পেয়েছে অনেক গুণ। এবার ফের কর্মসংস্থান বৃদ্ধির জন্যে পদক্ষেপ নিলেন মমতা। খুব তাড়াতাড়ি অন্তত এক লক্ষ বেকার যুবক-যুবতীকে গাড়ি চালানোর প্রশিক্ষণ দেবে রাজ্যের শ্রম দফতর।
মঙ্গলবার শ্রমমন্ত্রী মলয় ঘটক একথা জানিয়েছেন। নিয়োগ ও প্রশিক্ষণ সংক্রান্ত দু’টি পোর্টাল উদ্বোধন উপলক্ষে নব মহাকরণে শ্রম দপ্তরের সদর কার্যালয়ে সাংবাদিক বৈঠক ডেকেছিলেন তিনি। সেখানেই এই পরিকল্পনার কথা জানিয়েছেন। শুধু গাড়ি চালক প্রশিক্ষণের পরিকল্পনাতেই থেমে থাকছে না দপ্তর। পরিচারিকাদের প্রশিক্ষণের জন্য আলাদা একটি পোর্টালও খোলা হয়েছে। যার নাম ‘প্রশিক্ষণ শিবির ফর দ্য ডোমেস্টিক ওয়ার্কার্স’। পাশাপাশি, রান্নাবান্না, প্রাথমিক চিকিৎসা, পরিচ্ছন্নতা বিধির পাঠও দেওয়া হবে। প্রতিদিন পাঁচ ঘণ্টা করে ১০ দিন এই প্রশিক্ষণ চলবে। এর জন্য প্রত্যেককে প্রতিদিন ২৫০ টাকা করে বৃত্তিও দেওয়া হবে।
এই লক্ষ্যে একটি মোবাইল অ্যাপও আনা হয়েছে। মোবাইল অ্যাপের মাধ্যমে গৃহকর্তা ও পরিচারক-পরিচারিকার যোগাযোগ সাধন হবে। আর যে দুটি পোর্টাল চালু করা হয়েছে, সেখানে থাকবে বিভিন্ন পরীক্ষার রুটিন। এবং বিভিন্ন চাকরির খোঁজও দেওয়া থাকবে সেই পোর্টালে। এই পোর্টালের মাধ্যমে বিভিন্ন জায়গায় চাকরির আবেদন জানাতে পারবেন বেকার যুবক-যুবতীরা।
এদিন ‘আকর্ষণ’ নামেও একটি পোর্টালের উদ্বোধন করা হয়েছে। আপাতত শিলিগুড়ি, মালদহ, কল্যাণী, কলকাতা (পূর্ত ভবন), আসানসোল এবং বাঁকুড়া— এই ছ’টি এমপ্লয়মেন্ট ব্যাঙ্ককে এর সঙ্গে যুক্ত করা হয়েছে। পরে, রাজ্যের ৭১টি এমপ্লয়মেন্ট ব্যাঙ্ককেই এর আওতায় আনা হবে। কী কী সুবিধা পাওয়া যাবে এই পোর্টাল থেকে? চাকরি বেছে নেওয়ার জন্য অনলাইন সাইকোমেট্রিক টেস্ট দেওয়া যাবে। কে কেমন মনের অধিকারী, তা জেনে সেই অনুযায়ী চাকরি খোঁজার চেষ্টা করতে পারবেন প্রার্থীরা। বিশেষজ্ঞদের দিয়ে মুখোমুখি কাউন্সেলিংও করানো হবে। কেরিয়ার কাউন্সেলিং গ্রুপ করা হয়েছে। তারও সুবিধা নেওয়া যাবে। থাকছে একটি অ্যান্ড্রয়েড নির্ভর অ্যাপ ‘ইংলিশ বলো’। এর মাধ্যমে ইংরেজি বলার ক্ষমতা বাড়াতে পারবেন বেকার যুবক-যুবতীরা। ইংরেজি ছাড়াও চাকরির পরীক্ষায় আবশ্যিক, এমন বিষয়ের লাইভ কোচিং ক্লাস হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার মক টেস্ট দেওয়া যাবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসতে পারে এমন ৫০ হাজার প্রশ্নের একটি ব্যাঙ্ক তৈরি করা হয়েছে। তারও সুবিধা নিতে পারবেন ব্যবহারকারীরা। সবশেষে থাকছে সিভি লেখা, যোগাযোগ এবং কথা বলার দক্ষতা বৃদ্ধি, প্রেজেন্টেশন স্কিল প্রভৃতি বাড়ানোর প্রশিক্ষণ। এখনও সবক’টি এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে প্রায় ৩৩ লক্ষ ৩২ হাজার নথিভুক্ত প্রার্থী রয়েছেন। তাঁরা তো এর সুযোগ পাবেনই। এর বাইরেও যাঁরা পোর্টালে ঢুকে রেজিস্ট্রেশন করে লগ ইন করবেন, তাঁরাও এর সুবিধা নিতে পারবেন বলে মন্ত্রী জানান।