সের্খিয়ো আগুয়েরোর জোড়া গোলে রবিবার ডিন কোর্টে বোর্নমুথের বিরুদ্ধে জয়ের সরণিতে ফিরল ম্যাঞ্চেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগে আগের ম্যাচে টটেনহ্যামের সঙ্গে পয়েন্ট নষ্ট করেন পেপ গুয়ার্দিওলার ফুটবলারেরা। এই জয়ে ম্যান সিটি টেবলের দু’নম্বরে উঠল আর আর্জেন্টাইন তারকা তাঁর ফুটবল জীবনের চারশো নম্বর গোল করে ফেললেন। শুধু তাই নয়, আগুয়েরোর ইপিএলেও ১৬৮ গোল হয়ে গেল। সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তিনি এখন ছ’নম্বরে। এদিন ম্যানসিটি জিতল ৩-১ গোলে।
এ দিকে ইংলিশ প্রিমিয়ার লিগে বর্ণবিদ্বেষের ছায়া ক্রমশ দীর্ঘ হচ্ছে। উলভস ম্যাচে পল পোগবা পেনাল্টি নষ্ট করার পরে তাঁকে সোশ্যাল মিডিয়ায় এই ধরনের আক্রমণের সামনে পড়তে হয়। একই ঘটনা ঘটল শনিবার ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বনাম ক্রিস্টাল প্যালেস ম্যাচে মার্কাস র্যাশফোর্ডের পেনাল্টি শট পোস্টে প্রতিহত হয়ে ফিরে আসার পরে। পোগবা অবশ্য এই ধরনের আক্রমণকে যে গুরুত্ব দিতে চান না তা অভিনব ভাবে সবাইকে জানালেন সোশ্যাল মিডিয়াতেই।