বর্তমানে জলের আকাল গোটা বিশ্বজুড়ে। বলা যেতে পারে, জল নিয়েই এখন আতঙ্কে ভুগছে বিশ্ববাসী। কয়েক মাস আগেই চেন্নাইয়ে জলসঙ্কট চরম আকার ধারণ করেছিল। জানা গিয়েছিল, সেইসময় এক একটি জলের বোতল বিক্রি হয়েছিল ৪০০ টাকায়। আর তারপর থেকেই নড়েচড়ে বসে প্রশাসন। ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে একের পর এক পদক্ষেপ নিতে শুরু করে সবাই।
আর এবার জল সংরক্ষণ নিয়ে পড়ুয়াদের মধ্যে সচেতনতা বাড়াতে স্কুলগুলিকে তৎপর হওয়ার নির্দেশ দিল সিবিএসই বোর্ড। সম্প্রতি এই সংক্রান্ত নির্দেশিকা এসে পৌঁছেছে সিবিএসই বোর্ডের অধীনে থাকা স্কুলগুলিতে। প্রতিটি পড়ুয়া যাতে বাড়ি এবং স্কুলে দিনে অন্তত ১ লিটার জল সংরক্ষণ করে স্কুলগুলিকে তা নিশ্চিত করতে বলা হয়েছে।
এছাড়া জলশক্তি অভিযানে প্রতিটি স্কুল ও ছাত্রছাত্রীকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে সিবিএসই-র তরফে। এর পাশাপাশি প্রতিটি স্কুলে ইকো ক্লাব গঠন বাধ্যতামূলক করা হয়েছে। আর যে সব স্কুলে ইতিমধ্যে ইকো ক্লাব আছে, সেগুলিকে আরও শক্তিশালী করার নির্দেশ দেওয়া হয়েছে।
সিবিএসই চেয়ারপার্সন অনিতা কারওয়াল এদিন সংবাদমাধ্যমে বলেন, ‘ইকো ক্লাবের মাধ্যমে ছাত্রছাত্রীদের পরিবেশ ও জলবায়ু নিয়ে আগ্রহী করে তোলা হবে। তবে এ বছর প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক সব স্তরে সহ-পাঠ্যক্রমিক কার্যাবলীতে জল সংরক্ষণের উপরে বিশেষ জোর দেওয়া হচ্ছে। ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রতিটি স্কুলকে এই কর্মসূচি মেনে চলতে হবে।’
জল নিয়ে সচেতনতা ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে দিতে বদ্ধপরিকর তিনি। তবে শুধু জল নয়, পরিবেশের অন্যান্য দিকগুলিও যাতে পড়ুয়ারা সুরক্ষিত রাখতে পারে, সেই শিক্ষাও তাঁদের দিতে চান তিনি। এদিন তিনি আরও বলেন, ‘প্রতিদিন ক্লাস ফাইভ থেকে টুয়েলভের পড়ুয়ারা যাতে অন্তত ১ লিটার জল সংরক্ষণ করে তা নিশ্চিত করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। আগামী ৩ বছরের মধ্যে প্রত্যেক স্কুলকে জল-ক্ষমতাধর স্কুল হওয়ার টার্গেট দেওয়া হয়েছে।’