বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে দিল্লীতে৷ প্রতি ঘন্টায় জল ছাড়া হচ্ছে হরিয়ানাশ হাথনি কুন্ড বাঁধ থেকে৷ফলে আগামী ৩৬ ঘণ্টার মধ্যে বিপদসীমা ছুঁতে চলেছে যমুনার জল। এই কারণেই রবিবার দিল্লীতে জারি হল আগাম বন্যার আগাম সতর্কতা৷
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, হাথনিকুন্ড বাঁধ থেকে ৮ লক্ষ ১৪ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে যমুনায়। বন্যার আশঙ্কায় ইতিমধ্যেই যমুনা নদী সংলগ্ন এলাকায় অপেক্ষাকৃত নীচু জমিতে যাঁরা বসবাস করেন তাঁদের অপেক্ষাকৃত নিরাপদ জায়গায় স্থানান্তরিত করার নির্দেশ দিয়েছে দিল্লি সরকার। পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীর সাহায্য চেয়েছে দিল্লি সরকার। পরিস্থিতির মোকাবিলায় সোমবারই জরুরি বৈঠকে বসছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল।
গতকাল দুপুর ১২টা নাগাদ যমুনার জলস্তর ২০৩.৩৭ মিটার পর্যন্ত পৌঁছয়। ২০৪.৫ মিটারের চিহ্নিত বিপদসীমার মাত্র ১.১৩ মিটার নীচে দেখা গিয়েছে নদীর জলস্তর।
বন্যা নিয়ন্ত্রণ দফতরের এক কর্তা জানিয়েছেন, ‘দফতরের তরফে পরিস্থিতির বিবরণ দিয়ে সংশ্লিষ্ট বিভাগের উদ্দেশে সতর্কতা জারি করা হয়েছে। প্রতি মুহূর্তে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।’
গত শনিবার ভারী বর্ষণের পরেও বাঁধ থেকে জল ছাড়া হয়। হিসেব মতো, রাজধানীর পানীয় জল জোগানকারী হাথি কুণ্ড জলাধার থেকে দিল্লিতে জলস্রোত পৌঁছতে সময় লাগে ৭২ ঘণ্টা।
দিল্লী ও সংলগ্ন অঞ্চলে শনিবার থেকেই লাগাতার বৃষ্টি শুরু হয়েছে। এদিন সকাল ৮.৩০ পর্যন্ত মোট ৬৫.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে রিজ অবজার্ভেটরি। আগামী ২৪ ঘণ্টায় অবিরাম বর্ষণের পূর্বাভাস করেছে আবহাওয়া দফতর।