১৯৪৫ সালের ১৮ আগস্ট। ইতিহাসের পাতায় অন্যতম এক উল্লেখযোগ্য দিন। রহস্যের মধ্যে দিয়ে তাইওয়ানের তাইহুকু বিমানবন্দর থেকে নিখোঁজ হয়ে যান ভারতের অন্যতম সংগ্রামী নেতা সুভাষচন্দ্র বসু। যাঁর মৃত্যু নিয়ে আজও বিশ্ববাসী অন্ধকারে। ছড়িয়েছে নানা মতামত। আজও তার খোলসা হয়নি। সেই কথাই উল্লেখ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইদিন সকালে টুইট করে শ্রদ্ধাঞ্জলি জানান। পাশাপাশি নেতাজী সম্পর্কে উপযুক্ত তথ্য যা কেন্দ্রের লাল ফিতেয় আটকে আছে তা জানার অধিকারের কথা স্মরণ করেন তিনি।
তিনি তাঁর টুইটারে লিখেছেন, “আজকের দিনেই ১৯৪৫ সালে নেতাজী তাইওয়ানের তাইহুকু বিমানবন্দর থেকে নিখোঁজ হন। আমরা আজও জানি না এরপর কি হয়েছে। দেশমাতৃকার এই বীর সন্তানের বিষয়ে জানার অধিকার সকল দেশবাসীর আছে।”