আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বছর চারেক আগে। তবে ফ্রিল্যান্স ক্রিকেটার হিসেবে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘরোয়া টি-২০ লিগ খেলে বেড়াচ্ছিলেন ব্রেন্ডন ম্যাকালাম। কদিন আগে সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিয়েছেন যে, এবার ঘরোয়া টি-২০ লিগ খেলাও ছাড়তে চলেছেন তিনি। কথা ছিল ৩০ অগস্ট থেকে শুরু হতে যাওয়া ইউরো টি-২০ স্ল্যামে অংশ নেওয়ার। তিনি গ্লাসগো জায়ান্টসের অন্যতম আইকনিক ক্রিকেটার ছিলেন৷ তবে তার আগেই গ্লোবাল টি-২০ কানাডার আসরে খেলা ছাড়ার কথা জানিয়ে দেন প্রাক্তন কিউয়ি অধিনায়ক। পরিবর্তিত পরিস্থিতিতে নতুন ইউরোপীয়ান টুর্নামেন্টে মাঠে নামতে দেখা যাবে না নিউজিল্যান্ডের উইকেটকিপার-ব্যাটসম্যানকে। এবার নতুন ভূমিকায় দেখা যাবে ম্যাকালামকে। কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচ হলেন ব্রেন্ডন ম্যাকালাম।
জানা যাচ্ছে যে সিপিএলে কোচিং করানোর জন্যই তড়িঘড়ি খেলা ছাড়ার সিদ্ধান্ত নেন ম্যাকালাম। ইউরো টি-২০ স্ল্যামে অংশ নিতে হলে এবছর ত্রিনবাগো নাইট রাইডার্সের দায়িত্ব নিতে পারতেন না তিনি। কেননা দুটি টুর্নামেন্ট চলবে একই সময়ে। সিপিএলের আসন্ন মরশুম শুরু হতে চলেছে ৫ সেপ্টেম্বর। ত্রিনবাগো নাইট রাইডার্স এবছরই ম্যাকালামকে কোচ হিসেবে পেতে আগ্রহী। যে কারণে ইউরো টি-২০ স্ল্যাম থেকে সরে দাড়ানোর সিদ্ধান্ত নিতে হয় প্রাক্তন কেকেআর তারকাকে। সিপিএল দিয়ে কোচিং কেরিয়ার শুরুর পর আগামী মরশুমে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচ হিসেবে দেখা যাবে ব্রেন্ডনকে। যদিও কেকেআর কর্তৃপক্ষ এখনও হেড কোচ কাকে নিযুক্ত করবে, সে সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছয়নি।