ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয়ের সঙ্গে সঙ্গে ব্যাট হাতে ব্যক্তিগত নজির গড়লেন বিরাট কোহলি৷ রবিবার ফ্লোরিডায়র লডারহিলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে ব্যক্তিগত ২৮ রান করার পথে সুরেশ রায়নাকে টপকে ভারতীয় হিসেবে ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্ম্যাটে সর্বাধিক রানের মালিক হলেন বিরাট৷ তিন নম্বরে রয়েছেন বিরাটের ডেপুটি রোহিত শর্মা৷ রবিবার দেশের হয়ে টি-২০ ফর্ম্যাটে সর্বাধিক ২১টি হাফ-সেঞ্চুরি এসেছে রোহিতের ব্যাট থেকে৷ এদিন ৫১ বলে ৬৭ রানের ইনিংস খেলেন ‘হিটম্যান’৷ টি-২০ কেরিয়ারে ভারতীয়দের মধ্যে তিন নম্বরে রয়েছেন রোহিত৷ তাঁর রানসংখ্যা ৮২৯১৷ আর চার নম্বরে রয়েছেন টিম ইন্ডিয়ার বাঁ-হাতি ওপেনার শিখর ধাওয়ান৷
চলতি বছরেই দ্বাদশ আইপিএলে রায়নাকে টপকে গিয়েছিলেন বিরাট৷ কেকেআর-এর বিরুদ্ধে ৪৯ বলে ৮৪ রানের বিস্ফোরক ইনিংস খেলে রায়নাকে টপকে আইপিএলে সর্বোচ্চ রানের মালিক হয়েছিলেন কোহলি৷ রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫ রান করার সঙ্গে সঙ্গে টি-২০ কেরিয়ারে (আন্তর্জাতিক ও আইপিএল) রায়নাকে টপকে গেলেন বিরাট৷ টি-২০ ফর্ম্যাটে ‘ব্র্যাডম্যান’ হিসেবে পরিচিত রায়নাই ছিলেন এতদিন ভারতীয়দের মধ্যে সর্বাধিক টি-২০ রানের মালিক৷ কিন্তু রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ব্যক্তিগত ৫ রানে পৌঁছতেই রায়নাকে টপকে শীর্ষে ওঠেন কোহলি৷
ব্যক্তিগত মাইলস্টোনের পাশাপাশি বিশ্বকাপের পর মাঠে নেমে সফল কোহলি৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজের প্রথম দু’টি ম্যাচে জিতে টি-২০ সিরিজ পকেটে পুরে নিয়েছে কোহলি অ্যান্ড কোং৷ ফ্লোরিডায় প্রথম ম্যাচে চার উইকেট জেতার পর রবিবার দ্বিতীয় ম্যাচে ডাকওয়ার্থ-লুইল নিয়মে ২২ রানে ম্যাচ জিতে নেয় ভারত৷