কলকাতা লিগে বড় চমক দিতে চলেছে নিউ ব্যারাকপুর রেনবো ক্লাব। আই লিগ কাঁপানো স্ট্রাইকার ফেলিক্স চিডি। সূত্রের খবর, চলতি মাসের ৮ তারিখ কলকাতায় পা রাখছেন ফেলিক্স চিডি।
নেরোকার হয়ে তিন মরসুম খেলেছেন এই নাইজেরীয় স্ট্রাইকার। গত মরসুমের আই লিগে ৮টি গোল করেছেন চিডি। এ বার ইস্ট-মোহনের রক্ষণের পরীক্ষা নেবেন তিনি। কলকাতা লিগের জন্যই তাঁর সঙ্গে চুক্তি করেছে রেনবো। নাইজেরিয়া থেকে চিডি বলছেন, “কলকাতা লিগের কথা আমি অনেক শুনেছি। এই মরসুমে কলকাতা লিগে খেলার সুযোগ পেয়েছি। আমি জানি খুব কঠিন লিগ। কলকাতার পরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে হবে আমাকে।”
রেনবো ইতিমধ্যেই সই করিয়েছে রিচার্ড ও কাজিমকে। এ বার চিডি যোগ দিচ্ছেন। নেরোকার হয়ে খেলা স্ট্রাইকার বলছেন, ‘‘আমার উপরে প্রত্যাশার চাপ রয়েছে জানি। নতুন ক্লাবে আমি নিজের সেরাটা দেওয়ার জন্যই কলকাতায় যাচ্ছি। ঈশ্বর সহায় থাকলে আমরা সাফল্য পাব।’’আই লিগে তাঁর গতি চিন্তায় ফেলেছিল সকলকে। এবার নতুন ক্লাব তাঁকে কতটা সাফল্য দেয় সেটাই দেখার।