উত্তর থেকে দক্ষিণ এবং পূর্ব থেকে পশ্চিম – দেশের প্রতিটি রাজ্যেই নিজেদের ‘খেলা’ শুরু করে দিয়েছে বিজেপি। সম্প্রতি কর্ণাটকে জোট সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করেছে গেরুয়া শিবির। যদিও জোটের দাবি গোটাটাই ‘ঘোড়া কেনাবেচা’। পাশাপাশি বহু রাজ্যেই একাধিক সাংসদ যোগ দিয়েছেন বিজেপিতে। এতেই ‘ঘোড়া কেনাবেচা’র অভিযোগ আরও দৃঢ় হচ্ছে। এবার লোকসভা বিধানসভা ছাড়িয়ে বিজেপি দল বদলের সেই খেলা শুরু করল রাজ্যসভাতেও।
শুক্রবার সমাজবাদী পার্টির বিধায়ক সুরেন্দ্র নগর ইস্তফা দিয়েছেন রাজ্যসভার সাংসদ পদ থেকে। ঠিক তারপরেই জল্পনা বাড়তে শুরু করেছে শীঘ্রই বিজেপিতে যোগ দিচ্ছেন ওই সাংসদ। শুক্রবার রাজ্যসভা থেকে নিজের ইস্তফাপত্র চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডুর কাছে জমা দেন সুরেন্দ্র। তাঁর ইস্তফা গৃহীতও হয়েছে। সূত্রের খবর, রাজ্যসভা থেকে ইস্তফা দেওয়ার পর সংসদের একাধিক উচ্চপদস্ত বিজেপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন সুরেন্দ্র। শীঘ্রই গায়ে গেরুয়া চাপিয়ে রাজ্যসভায় ঢুকতে চলেছেন তিনি। শুধু তিনি নন এমন একাধিক সাংসদ ঝুঁকে রয়েছেন বিজেপির দিকে। অভিযোগ, রাজ্যসভায় ভারী হতে, হয় কেন্দ্রীয় সংস্থার ভয় দেখিয়ে অথবা টাকার খেলা চালিয়ে বিরোধী সাংসদদের নিজেদের দিকে টানতে চাইছে বিজেপি।
উল্লেখ্য, সম্প্রতি কংগ্রেসের সঞ্জয় সিং ও সমাজবাদী পার্টির নিরজ শেখর দল ছাড়ার পর তাঁদের রাজ্যসভায় সদস্য করেছে বিজেপি। সম্প্রতি চার টিডিপি সদস্যও যোগ দিয়েছেন বিজেপিতে। এবার সপা থেকে বিজেপিতে যাচ্ছেন আরও এক সাংসদ।