সচেতনতার প্রচার চালিয়েও কিছুতেই সচেতন করা যাচ্ছে না সাধারণ মানুষদের। কমানো যাচ্ছে না প্লাস্টিকের ব্যবহার। এর ফলে ঘনিয়ে আসছে ভয়ঙ্কর রকমের বিপদ। তাই পরিবেশ বাঁচাতে এবার কড়া উদ্যোগ নিল প্রশাসন। দীঘাকে প্লাস্টিকমুক্ত করার লক্ষ্যে জরিমানার পথে হাঁটল জেলা প্রশাসন। দীঘায় এবার প্লাস্টিকজাত পণ্য নিয়ে ধরা পড়লেই ৫০০ টাকা জরিমানা গুনতে হবে।
কোনও ব্যবসায়ী, হোটেল এমনকি পর্যটকরাও যদি প্লাস্টিকের ব্যাগ বা থার্মোকলের থালা-বাটি ব্যবহার করেন, তাহলে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে প্রশাসন। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছিল দীঘা-শঙ্করপুর উন্নয়ন পর্যদ। শুক্রবার সকাল থেকে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে রাস্তায় নেমে পড়েন জেলা পরিষদের সভাধিপতি দেবব্রত দাস।
মাইক হাতে একের পর এক বাজার ঘোরেন তিনি। যার ফলও মিলেছে হাতেনাতে। অভিযান চলাকালীন ধরা পড়ে কড়কড়ে পাঁচশো টাকা গুনতে হল অনেককেই। পরিবেশ বাঁচানোর এই প্রশাসনিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষরাও। প্লাস্টিক নামক দূষণ থেকে দীঘাকে বাঁচাতে সচেতন করা হচ্ছে পর্যটকদেরও। এবার প্রশাসনের এমন সিদ্ধান্তে মানুষ কতটা সচেতন হয় সেটাই লক্ষ্যণীয়।