জয় শ্রী রাম বলতেই হবে এমনটা যেন নিয়ম হয়ে উঠেছে মোদীর আমলে। আর তা না বলতে চাইলে কখনও মারধর, কখনও প্রাণনাশের হুমকি, কখনও বা খুনই করে ফেলে ‘ভক্ত’রা। তবে এবার জয় শ্রী রাম বলতে না চাওয়ায় এক মুসলিম যুবককে পুড়িয়ে মারার চেষ্টা করল ভক্তরা। রবিবার রাতে অত্যন্ত নির্মম এবং নিন্দনীয় এই ঘটনাটি ঘটেছে বারাণসীর চান্ডাউলি জেলায়।
সূত্রের খবর, উত্তরপ্রদেশের চাণ্ডৌলিতে বাবা-মায়ের সঙ্গে থাকে ওই কিশোর৷ অভিযোগ, ব্যক্তিগত কাজে দুধারি ব্রিজের ওপর দিয়ে যাওয়া সময় তাকে আচমকাই চারজন তাকে ঘিরে ধরে। টানটে টানতে অন্য একটি জায়গায় নিয়ে গিয়ে তার হাত-পা বেঁধে দিয়ে ‘জয় শ্রীরাম’ বলতে বাধ্য করা হয়। রাজি না হওয়ায় অপহরণকারীদের দলে থাকা এক যুবক তার গায়ে কেরোসিন তেল ঢেলে দিয়ে গায়ে জ্বলন্ত দেশলাই কাঠি ছুঁড়ে দেয়! মূহুর্তের মধ্যে পুড়তে থাকা ওই কিশোরকে ফেলে রেখেই চম্পট দেয় তারা।
এই মর্মান্তিক ঘটনার কথা বর্ণনা করতে গিয়ে কিশোর জানিয়েছে, আগুনে পুড়তে থাকা অবস্থায় দেখেও কেউ তার সাহায্যে এগিয়ে আসেনি। পরে অতি কষ্টে বাড়ি পৌঁছয় সে, পরবর্তী সময় বাড়ির লোকই তাকে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা জানিয়েছেন, কিশোরের শরীরের প্রায় ৫০% ইতিমধ্যেই পুড়ে গিয়েছে! তাকে বাঁচানোটাই এখন বড় পরীক্ষা। ওই মুসলিম যুবক বলেছে, ‘জয় শ্রী রাম’ না বলাতেই তাঁকে পুড়িয়ে মারতে চেয়েছিল অপহরণকারীরা।