ইংল্যান্ডকে প্রথম ইনিংসে মাত্র ৮৫ রানে গুটিয়ে দিয়ে গোটা দুনিয়াকে চমকে দিয়েছিলেন আইরিশরা। তারপর ইংলিশ ব্যাটসম্যানদের ত্রাস হয়ে ওঠা সেই আয়ারল্যান্ড দ্বিতীয় ইনিংস শেষ করল মাত্র ৩৮ রানে। হ্যাঁ, ঠিকই পড়েছেন। ৩৮ রানেই আইরিশ ইনিংস গুটিয়ে দিয়ে ১৪৩ রানে জয় পকেটে পুরলেন জো রুটরা। অপেক্ষাকৃত অনেকখানি দুর্বল দল আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে জেসন রয়দের পারফরম্যান্সকে লজ্জার বললেও কম বলা হবে। কারণ টেস্ট খেলতে নেমে কয়েক ঘণ্টার মধ্যেই ৮৫ রানে গুটিয়ে যায় ইংরেজ বাহিনী।
অনেকেই ধরে নিয়েছিলেন চ্যাম্পিয়ন হওয়ার পরই হয়তো পচা শামুকে পা কাটবে ইংল্যান্ডের। দিন দশেক আগে ইতিহাসের সাক্ষী থাকা লর্ডসেই হয়তো ঘটবে অঘটন। কিন্তু তেমনটা হয় নি। দলের হয়ে সর্বোচ্চ রান জো ডেনলির (২৩)। বাকি কেউ কুড়ির গণ্ডিও পেরতে পারেননি। মুরতাঘ একাই তুলে নিয়েছিলেন পাঁচটি উইকেট। স্কোরবোর্ডে ইংল্যান্ডের ৭ উইকেটে ৪৩ রান দেখে অবাক হয়েছিল গোটা বিশ্ব। দুঃস্বপ্নের মতোই ছিল টেস্টের শুরুটা। জবাবে আইরিশদের প্রথম ইনিংস শেষ হয় ২০৭ রানে।
তবে দ্বিতীয় ইনিংসে আর কোনও ভুল করেননি বেয়ারস্টোরা। ৭২ রান করেন জেসন রয়। ৯২ রানে আউট হন ওপেনার জ্যাক লিচ। এরপরই আয়ারল্যান্ডের বিরুদ্ধে মধুর প্রতিশোধ নেন ইংলিশ বোলাররা। ১৮২ রান তাড়া করতে নেমে মাত্র ৩৮ রানেই সবকটি উইকেট খুইয়ে ফেলে সফরকারী দল। সেই সুবাদে তৃতীয় দিনেই শেষ চারদিনের টেস্ট। ক্রিস ওকস একাই পান ছ’টি উইকেট। চারটি উইকেট তুলে ইংল্যান্ডকে জয়ের সরণীতে এনে দেন স্টুয়ার্ট ব্রড।