ওয়েস্ট ইন্ডিজ-এ দলের বিরুদ্ধে ফর্মে ফিরলেন ঋদ্ধি – শিবমকে সঙ্গে নিয়ে ভারতকে লিড এনে দিলেন বাংলার গর্ব
ওয়েস্ট ইন্ডিজ-এ দলের বিরুদ্ধে প্রথম বেসরকারি টেস্টে বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় দিনে নিজেদের অবস্থান আরও মজবুত করল হনুমা বিহারীর নেতৃত্বাধীন ভারতীয়-এ দল৷ ম্যাচের রাশ প্রথম দিনেই নিজেদের হাতে নিয়েছিল ভারত৷ আর এদিন আরও জাঁকিয়ে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ ৬৬.৫ ওভারে ২২৮ রানে অলআউট হয়ে যায়৷ জবাবে ব্যাট করতে নেমে ভারত ২২ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৭০ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করে৷ অর্থাৎ ৯ উইকেট হাতে নিয়ে ক্যারিবিয়ানদের তুলনায় ১৫৮ রানে পিছিয়ে ছিল ভারতীয় দল৷ দ্বিতীয় দিনে তার পর থেকে খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজকে নির্বিঘ্নে টপকে যায় ইন্ডিয়া-এ৷
দ্বিতীয় দিনে সাকুল্যে ৭৭ ওভার খেলা হয়৷ সেই ৭৭ ওভারে ৭ উইকেট হারিয়ে নিজেদের প্রথম ইনিংসে আরও ২২৯ রান যোগ করে ভারত৷ অর্থাৎ দ্বিতীয় দিনের শেষ ভারত ৯৯ ওভারে ৮ উইকেট হারিয়ে মোট ২৯৯ রান তুলেছে৷ যার অর্থ, ইতিমধ্যেই ওয়েস্ট ইন্ডিজের থেকে প্রথম ইনিংসের নিরিখে ৭১ রানে এগিয়ে রয়েছে ভারতীয় দল৷
আর এদিন ভারতকে মূল্যবান লিড এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালণ করেন ঋদ্ধিমান সাহা৷ জাতীয় দলে যোগ দেওয়ার আগে ‘এ’ দলের হয়ে যথাযথ মহড়া সেরে রাখেন বাংলার উইকেটকিপার-ব্যাটসম্যান৷ ষষ্ঠ উইকেটের জুটিতে শিবম দুবেকে সঙ্গে নিয়ে ১২৪ রান যোগ করেন ঋদ্ধি৷ দুবে ৭১ রান করে আউট হলেও ব্যক্তগত ৬১ রানে অপরাজিত রয়েছেন সাহা৷
শেষ টেস্ট তিনি খেলেছিলেন ২০১৮ সালের জানুয়ারিতে। তারপর পেরিয়ে গিয়েছে অনেকটা সময়। প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি টেস্ট থেকে অবসর নেওয়ার পর বাংলার ঋদ্ধিমান সাহাকেই ভাবা হয়েছিল দেশের প্রথম পছন্দের উইকেটরক্ষক। কিন্তু চোটের জন্য ঋদ্ধি পিছিয়ে পড়েছিলেন অনেকটাই। সেই জায়গায় দ্রুত উঠে এসেছে দিল্লির ঋষভ পন্থের নাম। তবে সুস্থ হতেই তাঁর ওপর আস্থা দেখিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।নির্বাচকরা তাঁকে ফিরিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে। মনে করা হচ্ছে, এই সিরিজই ৩৫ ছুঁতে চলা ঋদ্ধির শেষ সুযোগ নিজেকে প্রমাণ করার।
ভারতীয় এ দলের হয়ে ঋদ্ধি ইতিমধ্যেই ওয়েস্ট ইন্ডিজে প্রথম ইনিংসে দুটো ক্যাচ ও একটি স্টাম্প করেন তিনি। ব্যাট হাতে তিনি যখন নামেন, এক বলে শূন্য করে ফিরে যাওয়া কে এস ভারতের উইকেট হারিয়ে ধুঁকছে ভরত। এই ভরতকেই ঋদ্ধির বদলে দলে নেওয়ার জন্য সুপারিশ করেছিল দক্ষিণের লবি। ভারতের তখন ১৩৪ রানে ৪ উইকেট। সেখান থেকে ইনিংস গড়ার কাজ শুরু করেন তিনি।
ঋদ্ধির এই দুরন্ত ফর্মে ফেরা স্বস্তি দেবে বিরাটকেও। কারণ উইকেটের পিছনে টেস্ট ক্রিকেটে এখনও ভারতে সেরা বাংলার ঋদ্ধিমান সাহা, এই কথা বার বার বলেছেন ভারত অধিনায়ক। এখন এটাই দেখার ঋদ্ধি তাঁর এই ফর্ম ভারতীয় দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে ধরে রাখতে পারেন কিনা।